ডিজিটাল দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই প্রতিমন্ত্রী -স্বপন ভট্রাচার্য্য

0
503

উত্তম চক্রবর্ত্তী :- উন্নত দেশ গড়তে হলে উন্নত শিক্ষার প্রয়োজন। তাই সরকার শিক্ষার প্রতি কঠোর নজরদারী করছে। উন্নত মানের শিক্ষার জন্য সরকার শিক্ষা খাতে সর্বর্চ্চো বরাদ্ধ রাখছে। ডিজিটাল দেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। বুধবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে প্রতিমন্ত্রীর সংবর্ধনা ও কলেজের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এ কথা বলেন। প্রথমে প্রধান অতিথিসহ সকল অতিথি বৃন্দকে দেশত্ববোধক গানের মধ্য দিয়ে কলেজের ছাত্রীরা বরন করে নেন। পরে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন কলেজের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শিক্ষাবিদ আলহাজ্জ রহমতুল্লাহ। এর পর আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অতিথিকে সংবর্ধনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিখি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মহিলা আ,লীগের সাধারন সম্পাদিকা তন্দ্র ভট্রাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ কাজী মাহমুদুল হাসান, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মিলন, নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু, চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, মশি^মনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক। উল্লেখ্য একই দিন বিকাল সাড়ে তিনটায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য। উভয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here