যশোরের মেয়ে এশা খুলনা বিভাগে একমাত্র প্রতিযোগী হিসাবে বিকেএসপিতে জিমনেসটিকস্-এ স্থান পেয়েছে

0
1007

ক্রীড়া প্রতিবেদক : পিতার সাথে সখের বশে বড় বোন সুমাইয়া শিকদার ইলার প্রতিযোগিতার অংশগ্রহণ দেখতে গিয়েছিলো এশা। বায়না ধরেছিলো সেও প্রতিযোগিতায় নাম লেখাবে। তড়িঘড়ি করে পিতা ছোট মেয়ের আবদার পুরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করান। বড় বোন প্রতিযোগিতায় স্থান না পেলেও সুরাইয়া শিকদার এশা খুলনা বিভাগের মধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে জিমনেসটিকস্-এ স্থান পেয়েছে। এশা যশোর শহরের ফুড গোডাউন, বেজপাড়া এলাকার খবির শিকদার, মাতা ফিরোজা খাতুন সুমির কণ্যা। সে যশোর ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। গত ৩রা মার্চ যশোর আব্দুর রাজ্জাক কলেজ মাঠে দিনব্যাপি শত শত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১লা এপ্রিল ফলাফলে সারা বাংলাদেশ থেকে ৩৪ জন স্থান পায় এর মধ্যে ৪ জন ওয়েটিং-এ আছে। এশা খুলনা বিভাগের মধ্যে একাই স্থান পেয়েছে। এশার জন্য তার পিতা মাতা ও পরিবারবর্গ যশোর তথা খুলনা বিভাগের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here