ডিজিটাল পোস্ট অফিসের সেবা সমূহে জীবনযাত্রা সহজ হয়েছে

0
297

বিশেষ প্রতিনিধি : যশোরে হয়ে গেলো বাংলাদেশ ডাক অধিদপ্তরের ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তাদের বিভাগীয় সম্মেলন। সকাল ১০টা থেকেই শুরু হয় এ আয়োজন। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত এ সম্মেলনে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের প্রায় সাড়ে ৪শ’ উদ্যোক্তা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণাঞ্চল (খুলনা) পোস্টমাস্টার জেনারেল, খুলনা (খুলনা) তরুন কান্তি সিকদার।
এ সময় তিনি বলেন, ‘উদ্যোক্তারা ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার। কারণ তাদের উদ্যোমী কর্মকান্ডে ডাক বিভাগ ঘুরে দাঁড়িয়েছে। ডিজিটাল পোস্ট অফিসের বিভিন্ন সেবাসমূহ চালু হওয়ায় মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। সরকার উদ্যোক্তাদের যে সব সুযোগ-সুবিধা দিয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান তিনি।
এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় তিনি বলেন, উদ্যোক্তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৩০ সালের মধ্যেই এসজিডি বাস্তবায়ণ সম্ভব।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, ডাক অধিদপ্তরের যশোর ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খন্দকার মাহাবুব হোসেন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহকারী পোস্ট মাস্টার জেনারেল (ঢাকা) শাহানুর সাব্বির, ব্যাংক এশিয়ার ফাস্ট ভাইস প্রেসিডেন্ট রবিউল ইসলাম, যশোর প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল মিরাজুল হক প্রমুখ।
আরও বক্তৃতা করেন ডাক জীবন বীমার সহকারী জেনারেল ম্যানেজার আব্দুল বাকী, নগদের এরিয়া ম্যানেজার বরুণ কুমার দাস, উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সহআইসিটি সম্পাদক মহিদুল ইসলাম, যশোরের সাধারণ সম্পাদক রাসেল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মানিক, ঝিনাইদহের উদ্যোক্তা ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি কাজী বাবু, নড়াইলের খায়রুল চৌধুরী প্রমুখ।
এ সময় নয় জন উদ্যোক্তার মাঝে ক্রেস্ট দেয়া হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন ঝিনাইদহ কোটচাঁদপুরের জোহরা খাতুন, মূলত্রিবেণীর বিপুল কুমার বিশ্বাস, মাগুরার লাঙ্গলবাধ ডিজিটাল পোস্ট অফিসের ফরিদা ইয়াজমিন, আড়পাড়া সেন্টারের হুসাইন আলী, নড়াইল বড়দিয়া ডিজিটাল পোস্ট অফিসের খায়রুল ইসলাম, বড়নল ডিজিটাল পোস্ট অফিসের রাজেয়া খাতুন, বাঘারপাড়ার ছাতিয়ানতলার প্রিয়াংকা রানী সুর এবং কেশবপুর উপজেলা পোস্ট অফিসের বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তাদের নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা উদ্যোক্তা ফোরাম সভাপতি মামুনুর রশিদ। সঞ্চালক ছিলেন উদ্যোক্তা ফোরাম যশোরের কোষাধ্যক্ষ ও ছাতিয়ানতলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উজ্জ্বল বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিল বর্ণ আইটি ও অংশ লিমিটেড। মিডিয়া পার্টনার ছিল যশোরের দৈনিক গ্রামের কাগজ। #