ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত

0
472

বিশেষ প্রতিনিধি:বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জেলা সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উদ্যোগে যশোর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুবুর রহমান মজনু, জেলা সিপিপির সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাংবাদিক ফখরে আলম, উপশহর মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, উদীচী যশোরের সহসভাপতি আমিনুর রহমান হিরু, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, আশাবরীর সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেলল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রণব দাস, জেলা বাকশিবিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর, স্বপ্ন দেখো’র পরিচালক জহির ইকবাল নান্নু, জাতীয় যুব পরিষদের আবু মুছা প্রমুখ। মূল বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য হারুণ অর রশীদ। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি সেখ তরিকুল ইসলাম তারু, সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। বক্তারা সরকারের কাছে মুক্তচিন্তার মানুষদের রক্ষায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here