যশোরে এক সনাতন ধর্মের প্রতারক প্রথমে মুসলিম ও পরে হিন্দু নারী বিয়ের খবর ফাঁস বাপ বেটা গ্রেফতার

0
408

বিশেষ প্রতিনিধি: এক প্রতারক প্রথমে মুসলিম ও পরে নিজ সনাতন ধর্মের নারীকে বিয়ে করে পুলিশের খাঁচায় গেলেন পার্থ মজুমদার ও তার বাবা অলক কুমার মজুমদার। যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের শ্রাবণীর বাবা রতন কুমার দাসের দায়ের করা অভিযোগে পুলিশ বাপ বেটাকে রোববার দুপুরে বাড়ি থেকে আটক করে । পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের অলক কুমার মজুমদারের ছেলে পার্থ মজুমদার ১১ সালের ডিসেম্বরের ২৯ তারিখ ইসলাম ধর্ম গ্রহণ করে আড়াই লাখ টাকা দেন মোহরে শহরের বারান্দীপাড়ার মৃত নাসির আহম্মেদের মেয়ে সায়মা পারভীন কাকলীর সাথে বিয়ে করেন। সায়মা পারভীন কাকলীর সাথে ঘরসংসার করাকালিন পার্থ’র ঔরষে দুইটি সন্তানের জন্ম হয়। এদিকে পার্থ মজুমদারের এই বিয়ে উভয় পরিবারে মেনে নিয়ে যাতায়াত ও সম্পর্ক ভালভাবে চলছিল। এ দিকে পার্থ পরিবারের সকলে পার্থকে নিজ সনাতন ধর্মে ফিরে আনার জন্য পুনরায় বিয়ে করার পরিকল্পনা করেন। এক পর্যায় গত বছরের ২৭ জুলাই যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের রতন কুমার দাসের মেয়ে শ্রাবণী রানী দাসের সাথে পার্থ মজুমদারের বিয়ে দেন পার্থ’র পিতা। সেখানে কয়েকদিন যেতে না যেতেই শ্রাবণীর পিতার দেয়া স্বর্ণালংকার জামাতা পার্থ মজুমদার বিক্রি করে দেন। এছাড়াও পার্থ মজুমদার বিভিন্ন অযুহাত দেখিয়ে শ্রাবণীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বিষয়টি শ্রাবণী তার পিতাকে জানান। অপরদিকে প্রথম স্ত্রী সায়মা পারভীন কাকলী জানতে পারেন স্বামী পার্থ মজুমদার শ্রাবনীকে বিয়ে করেন। সে জেনে বাদী হয়ে প্রতারক স্বামী পার্থ মজুমদারের বিরুদ্ধে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। মামলাটি দায়ের করার কারনে পার্থ’র আগের বিয়ে ও সন্তানের বিষয়টি জানতে পারেন শ্রাবণীর পরিবার। গত ২৩ ফেব্রæয়ারি শ্রাবণীর পিতা বাদী হয়ে জামাতা পার্থ মজুমদারসহ চারজনের বিরুদ্ধে যশোর কোতয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে পার্থ’র পিতা অলক মজুমদার, মাতা প্রীতি রানী বসু ও বোন অনু মজুমদারকে আসামি করা হয়। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হায়াৎ মাহমুদ খান পার্থ মজুমদারের বাড়ি থেকে পার্থ ও তার পিতা অলক মজুমদারকে আটক করেন। পলাতক অপর দুই আসামি পার্থ’র মাতা প্রীতি রানী বসু ও বোন অনু মজুমদারকে আটকের চেষ্টা চলছে বলে উক্ত তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here