ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

0
368

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিরাপদ সড়কের দাবীতে চলমান ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং খ্যাতিমান আলোকচিত্রী ড. শহিদুল আলমকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন, দেশ এভাবে চলতে পারে না। টেলিভিশনে কোনো কথা বলা যাবে না, খবরের কাগজে কিছু লেখা যাবে না, সোশ্যাল মিডিয়ায় ভাব প্রকাশ করা যাবে না। এর নাম কি গণতন্ত্র?
তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন দেশকে নাড়িয়ে দিয়েছে। দুনিয়ার কোনো সভ্য দেশে শিশুদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলে পড়ার উদাহরণ নেই। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের ক্যাডাররা তা-ও করেছে।

বিদেশি গণমাধ্যমে দেশের পরিস্থিতি তুলে ধরার কথিত অপরাধে প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে বহু সাংবাদিক অস্ত্রধারীদের মারপিট, নির্যাতনের শিকার হয়েছেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। তারই অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন যশোর বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব কনফারেন্স রুমে সমাবেশ করে।

ইউনিয়নের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, তৌহিদ জামান, বর্তমান সাধারণ সম্পাদক এম আইউব, সাবেক সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, সহ-সভাপতি শহিদ জয়, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন কোষাধ্যক্ষ আকরামুজ্জামান।

সমাবেশে বক্তারা সাংবাদিকসহ দেশবাসীর ওপর জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানান। একইসঙ্গে গ্রেফতারকৃত আলোচচিত্রী শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি, পুলিশ হেফাজতে তার ওপর নির্যাতনের তদন্ত, রাজপথে হেলমেটধারী সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here