তালায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

0
325

তালা প্রতিনিধি : “যুবকদের জন্য নিরাপদ আবাসভূমি” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে উত্তরণ প্রডিজি প্রকল্পের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় উপ-শহরে র‌্যালি শেষে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ প্রডিজি প্রকল্পের কর্মকর্তা গৌতম বিশ^াস। অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক রেজাউল করিম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ, প্রডিজি যুব সদস্য সাজিয়া পারভীন শান্তা, মুন্না ইসলাম, সাদিয়া প্রমুখ।
এদিকে তালা মাগুরা আইডিয়াল মহিলা কলেজে উত্তরণ প্রডিজি প্রকল্পের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত যুব দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ। এ সময় ওয়ার্কার্স পার্টি নেতা হিরন্ময় মন্ডলসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রডিজি যুব সদস্য এবং উক্তরণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, লাবসা এবং সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড, দেবহাটা সখিপুর খান বাহাদুর আহসান উল্লাহ কলেজে উত্তরণ প্রডিজি প্রকল্পের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় দিনটি পালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here