পাটকেলঘাটায় পল্লীবিদ্যুৎ সমিতির ২ দালালকে ভ্রামামান আদালতে সাজা

0
358

মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা : পাটকেলঘাটায় সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ’ সমিতির সদর দপ্তরের পেশাদার ২দালালকে টাকা লেনদেনের সময় স্থানীয় জনতা হাতে নাতে ধৃত করে পুলিশে সোর্পদ করে । ঘটনাটি পল্লীবিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে বিচারক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন । জানা গেছে, গতকাল দুপুর ২টায় দিকে পাটকেলঘাটা বাজার পূর্বালী ব্যাংককের সামনে থেকে টাকা লেনদেনের সময় উপজেলার জালালপুর গ্রামের নিতাই ঘোষের ছেলে ত্রিদীপ ঘোষ(৩৮) ও দোহার গ্রামের সত্যরজ্ঞন চক্রবর্ত্রী ছেলে রামপ্রসাদ(৩৩)কে স্থানীয় জনতা হাতে নাতে ধরে পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে নিয়ে গেলে কর্তৃপক্ষ পুলিশে সোর্পদ করে । পরে দু প্রতারককে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে ত্রিদীপকে ৩ মাস এবং রামপ্রসাদকে দু মাসের বিনাশ্রম কারাদন্ডদেশ প্রদান করেন। সূত্রে জানা যায়, দোহার গ্রামে হাফিজুর রহমান,শহিদুল মোড়ল,মহাদেব,গৌতমসহ ৮০জন আবাসিক গ্রাহকের নিকট থেকে মিটার দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা লেনদেনের সময় এ ঘটনা ঘটে । পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস ঘটনা সত্যাতা স্বীকার করে বলেন,দীর্ঘদিন ধরে সমিতির সদর দপ্তরে এ ধরনের প্রতারক বা দালালদের ধরার জন্য চেষ্টা অব্যহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here