তালায় সাস’র কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

0
625

তালা প্রতিনিধি : কমিউনিটি মেডিসিন পাঠ্যসূচীর ফিল্ড পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যায়নরত ৫৩জন শিক্ষার্থী তালাস্থ সাস’র প্রধান কার্যলয় পরিদর্শন করেছেন। এউপলক্ষ্যে বুধবার সকালে সাস কার্যলয়ে এক মত বিনিময় সভা সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়- সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, মেডিকেল কলেজের শিক্ষক প্রফেসর ডা. কামরুজ্জামান, ডা. রুহুল কুদ্দুস, ডা. জাহিদুল ইসলাম, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক, সাস কর্মকর্তা মো. শাহ আলম, রুহুল আমীন, সুশান্ত ঘোষ, মো. আব্দুস সালাম, সাধন কুমার ও শামীম হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এসময় শিক্ষার্থীরা সাস’র স্বাস্থ্য বিষয়ক প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারনা নেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাতক্ষীরা মেডিকেল কলেজ’র অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান’র নেতৃত্বে ৫৩জন শিক্ষার্থী এবং ১০জন শিক্ষক সাস’র কার্যক্রম পরিদর্শনে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here