২ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে

0
619

নিজস্ব প্রতিবেদক :২ এপ্রিল থেকে সারা দেশের শিক্ষাবোর্ডের সাথে একযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন। গত বছর পরীক্ষার্থী ছিল ১লাখ ৪ হাজার ১শ’ ২৯জন। পরীক্ষা নেওয়ার কেন্দ্রের সংখ্যা ছিল ২শ’ ১৩টি। তবে এ বছর ৬টি কেন্দ্র বৃদ্ধি করে ২১৯টি করা হয়েছে। গত ১৯ মার্চ পর্যন্ত বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ১লাখ ১৭ হাজার ৮শ’ ৩০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করে বলে বোর্ডের কম্পিউটার বিভাগ থেকে জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান,গত বছরের তুলনায় এ বছর ২৫ হাজারের অধিক পরীক্ষার্থী বাড়ছে বলে তিনি আশা প্রকাশ করেছে।বোর্ড সূত্রে জানাগেছে,চলতি বছরে এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ৫শ’ ৯০টি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহন করছেন। গত ২৯ মার্চ এইচএসসি পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের কার্যক্রম চলছিল। এ বছর ২শ’ ১৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে গত ২৭ মার্চ বোর্ডে কেন্দ্র সচিবদের নিয়ে দিক নির্দেশনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রশ্নপ্রত্র ফাঁসরোধে দিক নিদের্শনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ বছর খুলনা জেলার ১০৩টি কলেজের শিক্ষার্থীরা ৪১টি কেন্দ্রে,বাগেরহাট জেলার ৪৮টি কলেজের শিক্ষার্থীরা ১৯টি কেন্দ্রে,সাতক্ষীরা জেলার ৭৫টি কলেজের শিক্ষার্থীরা ২২টি,যশোর জেলার ১১৯টি কলেজের শিক্ষার্থী ৪৪টি,নড়াইল জেলার ২৩ কলেজের শিক্ষার্থী ১১টি কেন্দ্রে,মাগুরা জেলার ৩৮টি কলেজের শিক্ষার্থী ১৭টি,ঝিনাইদহ জেলার ৭৪ কলেজের শিক্ষার্থী ২৫টি, কুষ্টিয়া জেলার ৬৬টি কলেজের শিক্ষার্থী ২২টি,চুয়াডাঙ্গা জেলার ২৩টি কলেজের শিক্ষার্থী ১১টি ও মেহেরপুর জেলার ২১টি কলেজের শিক্ষার্থীরা ৭ কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহন করবে। পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান,এ বছর এইচএসসি পরীক্ষা জেলা ওয়ারি ভিজিলেন্স টিম বৃদ্ধি করা হচ্ছে। তাছাড়া,বোর্ডের ভিজিলেন্স টিম খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পরীক্ষা অবাধ ও সুষ্ঠু করার জন্য পদক্ষেপ গ্রহন করবে। নকল মূক্ত পরীক্ষা গ্রহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নিরাপত্তার পাশাপাশি সিকিউরিটি ইনভেলাব ব্যবহারের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ইতিপূর্বে। পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহনের জন্য প্রবেশ পত্র ডাউনলোডের মাধ্যমে পেয়ে যাবেন যথা সময়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here