তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিধিমালাবহিভ’ত কাজ করায় বন্ধ করলেন শ্রমিক নেতৃবৃন্দ

0
344

মো. রিপন হোসাইন : তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের বিধিমালাবহিভ’ত কাজ করায় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ সরেজমিনে যান তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পাটকেলঘাটা থানাধীন খলিশখালী ইউনিয়নের শুকতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বিল্ডিং নির্মানের কন্ট্রাক্টর কল্যান বসু’র সাথে বিল্ডিং নির্শানে সাব কন্ট্রাক্টর হিসেবে আবু দাউদের সাথে লিখিত চুক্তিনামা স্বাক্ষর হয়। সে অনুযায়ী কাজ দুরুত্ব গতিতে কাজ চলছিল, হঠাৎ করে কন্ট্রাকন্টর কল্যান বসু সাব কন্ট্রাক্টর হিসেবে আবু দাউদকে বাদ দিয়ে গোপনে সাতক্ষীরা আবুল হোসেন নামে এক সাব কন্ট্রাক্টরের সাথে স্কুল বিল্ডিং নির্মানে লিথিত চিক্তিনামা স্বাক্ষর করে। ইমারত শ্রমিক ইউনিয়নের বিধিমালা-৫ অনুয়ায়ী কোন কন্ট্রক্টর যদি নিয়ম অমান্য করে তাহার বিরুদ্ধে শান্তিমূল ব্যবস্থাসহ জরিমানা বিধান আছে। বিধিমালায়-৬ (৪) ধারা চুক্তিনামায় মোতাবেক কোন কাজের বিরোধ সৃষ্টি হইলে তাহার সহিত মালিক বা কন্ট্রাক্টর দেনা পাওয়া ও যাবতীয় ফায়সালা না হওয়ার পর্যন্ত কেই কাজ করিতে পারিবে না। সংগঠনের উল্লেখ আছে শ্রমিক ইউনিয়নের বার্ষিক সভা,সাধারন সভা,তলবী সভায় মোট সদস্য দু’তৃতীয়াংশ শ্রমিক নেতৃবৃন্দ যে সিদ্রান্ত নিবেন তাহার কার্যকর ব্যবস্থা গ্রহন করতে পারবেন। সংগঠনের বিধিমালায়-১০ এর আরো উল্লেখ আছে স্বাভাবিক নিয়মে এই অঞ্চলে বহিরাগত কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাকর কাজ করিতে পাবিবে। তবে ঐ অঞ্চলের কোন মালিক বা কন্ট্রাক্টারের কাচ করিলে স্ব-স্ব উপজেলায় শ্রমিক ইউনিয়ন থেকে কাজের রেইট বই ও চুক্তিনামা সভাপতি ও সম্পাদকের সীল বা স্বাক্ষর থাকিতে হবে। ধারায় ১ বলা হয়েছে যেকোন কাজের রেট হইতে অঞ্চলের রেটের সমান নিয়মনীতি একই থাকিতে হবে। এবং ধারা (২) বলা হয়েছে ইহার ব্যত্রিক্রম ঘটাইলে তাহার বিরুদ্ধে জরিমানাসহ সংগঠনের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের নেতৃবৃন্দ সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন । তবে আলোচনা সমাঝোতা মাধ্যমে সমাধানর হবে জানান। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আরমান মোড়ল,সাধারন সম্পাদক শেখ আবু দাউদ,উপদেষ্টা আদিত্য মল্লিক,সাংগঠনিক সম্পাদক নুরইসলাম খোকা, তালা থানা শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর হুমায়ুন কবীর,সাধারন সম্পাদক শাহীন ,দপ্তর সম্পাদক আবু সাউদ,খলিশখালী ইউনিয়নের সাধারন সম্পাদক কামাল হোসেন,উপজেলা সহ-সভাপতি সিরাজ ইমারত শ্রমিক নেতা শেখ মুসা,কামরুল ইসলাম,খান জিয়াউর রহমান,শামসুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here