তালা কৃষি বিভাগের উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপন উদ্বোধন

0
329

নিজস্ব প্রতিবেদক, তালা: তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, খুলনা-পাইকগাছা সড়কে ১ হাজার তাল বীজ রোপন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। বুধবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় মোড় এলাকায় তাল বীজ রোপন করে আনুষ্ঠানিক ভাবে বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। কৃষি বিভাগের এনএটিপি প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব তাল বীজ রোপনকালে অন্যান্যের মধ্যে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম, কৃষি সম্প্রসারন অফিসার মো. আব্দুস সোবহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. আবু জাফর শেখ, উপ-সহকারী কৃষি অফিসার সূধা রানী জোয়াদ্দার, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, ছাত্রলীগ নেতা মিলন রায়, এনএটিপি’র আওতাভুক্ত সংশ্লিষ্ট এলাকার শবুজ বাংলা সিআইজি কৃষক সমবায় সমিতি লি. (ফসল) এর সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সিআইজি নেতা সফল কৃষক রফিকুল খাঁ, আমীর আলী খাঁ, ওবায়েদুল ইসলাম, পরিমল রায়, আব্দুল আজিজ, রফিকুল গাজী, জাহান আলী শেখ ও আব্দুল লতিফ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here