শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে মোবারকপুর বাবুপাড়ায় সার্ব্বজনীন দূর্গাপূজায় ব্যাপক প্রস্তুতি

0
820
উত্তম চক্তবর্ত্তী : শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে শরতের কাশ ফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় বিপদ নাশিনী দেবীর আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় শারদীয় উৎসবের অন্যতম দূর্গাপূজার প্রতিমা এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন রং তুলির কাজে । হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এবছরে মনিরামপুর উপজেলার মোবারকপুর বাবুপাড়া সার্ব্বজনীন শারদীয় দূর্গাপূজা মন্দিরে ব্যাপক প্রস্তুতি চলছে । বাবুপাড়া মন্দিরে ঘুরে দেখা গেছে, প্যান্ডেল ও সাজ সজ্জার কাজ পূরোদমে এগিয়ে চলেছে । ভিন্ন ভিন্ন আঙ্গীকে সাজানো হয়েছে । মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার ওপর রং তুলির কাজ শেষ ৷ আঁচড়ে দশভুজা দেবী ষষ্ঠীর দিন পাবেন জীবন্ত রূপ । সেদিন দেবী সেজে উঠবে অপরূঢশ্রপ সাজে । শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে দেবী দূর্গাকে বরণ করে নেবেন সনাতন ধর্মাম্বলী ভক্তরা । জাতির মঙ্গল কামনায় সব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবছর মহালয়ারদিন দেবী দূর্গা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে চলে আসেন । আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দূর্গার আরাধনা করে আসছেন । এবছরও মোবারকপুর বাবুপাড়া সার্ব্বজনীন শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন ৷ পূজা কমিটির সভাপতি শিক্ষক বাবু দুলাল হরিদাস জানান, এ বছর দেবী দূর্গা নৌকায় চরে আগমন করবেন এবং দোলায় গমন করবেন ৷ পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে ৷ তিনি আরও জানান, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শারদীয় দূর্গোৎসবের মূল পুজা শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গা পুজা ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here