তোমার নদীতে স্বপ্ন আকাঁ থাকে

0
500

তহীদ মনি

হাতের ছোঁয়ায় স্বপ্ন নাকি থাকে
বুকের বাসর রঙ্গিন আবীর মাখে
বিহান বেলা রোদের পালক খুলে
লাঙ্গল ফলার মুঠোর নেশায় ভুলে
চাষের জমিন সবুজ সম্ভাষনে
নদীর মতোই সজীব করে রাখে।

মনের আকাশ তোমার চারণ ভূমি
মাঠের ফসল গোলায় ভরো তুমি
কাদা-মাটি-ধূলা খেলার ছলে
বর্ষা শীতে হাজার কথা বলে
পড়শীরা সব উৎসবেতে মাতে
রঙধনু রঙ সাজায় নগর ভূমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here