দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস তৈরি ভারতের

0
393

ক্রীড়া ডেস্ক : পোর্ট এলিজাবেথে হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে রুদ্ধশ্বাস ম্যাচে ৭৩ রানে জয় পেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকায় জিতে নিল প্রথম ওয়ানডে সিরিজও। ছয় ম্যাচের সিরিজে বিরাটরা এগিয়ে গেল ৪-১ ব্যবধানে। বাকি আর একটি ম্যাচ।

এদিন রোহিতের সেঞ্চুরি সত্ত্বেও ভারতের রান যখন ২৭৪ রানে থমকে গেল, তখন অনেকেই ভেবেছিল না, এই ম্যাচে বোধহয় আর ভারত পারবে না। ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন দুই প্রোটিয়া ওপেনার। কিন্তু বুমরাহ-র বলে মাকরাম (৩২) ফিরতেই পরপর আরও দু’টি উইকেট পড়ে যায়। কিন্তু এরপর আমলা (৭১) এবং মিলার (৩৬) দলের হাল ধরেন।
কিন্তু এই দুই ব্যাটসম্যান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা। কেবলমাত্র ক্লাসেন (৩৯) কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ চারটি উইকেট পেয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে ডিভিলিয়ার্সের উইকেটসহ দু’টি উইকেট পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এছাড়া আমলাকে রান আউট প্যাভিলিয়নেও ফেরান তিনি। এছাড়া চাহাল দুটি এবং বুমরাহ একটি উইকেট পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here