দলীয় মনোনয়ন হাতে শার্শার নির্বাচনী এলাকার মাঠে এমপি শেখ আফিল

0
454

বিশেষ প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েই নির্বাচনী এলাকায় চলে এসেছেন এমপি শেখ আফিল উদ্দিন। মনোনয়নের চিঠি হাতে পেয়ে সোমবার সকালে আসেন তার নির্বাচনী এলাকা শার্শায়। যশোর থেকে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সংবর্ধনা দিয়ে বিশাল শো-ডাউনের মধ্য দিয়ে তাকে শার্শায় নিয়ে যান। পরে তিনি শার্শা ও বেনাপোলের বিভিন্ন সংগঠনের সংবর্ধনা সভায় যোগ দেন। এর আগে তার মনোনয়ন নিশ্চিত হওয়ার পর শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানার আওয়ামী সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। বিভিন্ন ইউনিয়নে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি খাওয়ার উৎসব চলে। আনন্দ মিছিলও হয় বিভিন্নস্থানে। যশোর-১ আসনে নৌকার টিকিট পেয়ে শেখ আফিল ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। শার্শার তৃণমূলের রাজনীতিতে শেখ আফিল উদ্দিনের অবস্থান সুসংসহ। ২০০১ সালে রাজনীতিতে এসে শার্শা আওয়ামী লীগের হাল ধরেন মরহুম শিল্পপতি শেখ আকিজ উদ্দিনের ছেলে আফিল উদ্দিন। ওই বছরের নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। শেখ আফিল উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে যশোর-১ নির্বাচনী আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করেছি। আমি মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি এবং জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া, ভালোবাসা ও শুভ কামনায় আমার এলাকার প্রিয় নেতাকর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল এ মনোনয়ন। শার্শা ও বেনাপোলের সকল এলাকাবাসী ও নেতাকর্মী সকলের প্রতি আমার বিনীত আহ্বান, আসুন সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গনতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌকা প্রতীককে জয়যুক্ত করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here