দুই কোরিয়া শান্তির পথে আরেক ধাপ

0
370

গত কয়েক মাস ধরিয়া দুই কোরিয়ার মধ্যে প্রবাহিত শান্তির বাতাসে আরেক দফা বেগের সঞ্চার হইয়াছে। শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আসিয়া প্রেসিডেন্ট মুন জে-ইনের আতিথ্য গ্রহণ করিয়াছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ভগ্নি কিম ইও-জং। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে মুনের সহিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের ঘটনাটি গত সাড়ে ছয় দশকের মধ্যে এক অর্থে ব্যতিক্রমী। ১৯৫৩ সালে দুইপক্ষের মধ্যে যুদ্ধবিরতির পর হইতে উত্তর কোরিয়ার শাসক পরিবারের কোনো সদস্য এতদিন অবধি দক্ষিণ কোরিয়া সফর করেন নাই। উল্লেখ্য, কিম ইও-জং-এর সহিত উত্তর কোরিয়ার আলঙ্কারিক প্রেসিডেন্ট কিম ইওং-নামও এইবার দক্ষিণ কোরিয়া সফর করিতেছেন। পর্যবেক্ষক মহল এত উচ্চপর্যায়ের লোকজনের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যে আশাবাদী হইবার কারণ দেখিতে পাইলেও, প্রধান পরাশক্তিটি দুই কোরিয়ার মধ্যে আচম্বিতে গড়িয়া উঠা এহেন ঘনিষ্ঠতাকে কিভাবে গ্রহণ করে তাহাই এখন দেখিবার বিষয় হইয়া উঠিয়াছে। শনিবার দুইপক্ষ যে কেবল শুভেচ্ছামূলক ভোজনে অংশ লইয়াছে তাহা নহে। ভ্রাতার প্রেরিত একখানি পত্রও এইদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিকট হস্তান্তর করিয়াছেন কিম ইও-জং। এই পত্রে যত দ্রুত সম্ভব উত্তর কোরিয়া সফরের জন্য মুন জে-ইনকে আমন্ত্রণ জানাইয়াছেন কিম জং-উন। শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার খেলোয়াড়দিগকে লইয়া গঠিত নারী আইস হকি টিমকে সমর্থনের জন্যও মুন জে-ইন এবং কিম ইও-জং শনিবার রাতে স্টেডিয়ামে উপস্থিত থাকিয়াছেন।

দুইপক্ষ হইতে এহেন শুভেচ্ছার বারি বর্ষিত হইতে থাকিলেও, দুই-একটি জায়গা ঠিকই কণ্টকাকীর্ণ থাকিয়া যাইতেছে। শনিবার দিনের বেলাতেই দক্ষিণ কোরিয়া জানাইয়া দিয়াছে যে, দুই কোরিয়ার সম্পর্কের উন্নয়ন হইতে হইলে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই সংলাপ অনুষ্ঠিত হইতে হইবে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বাতিলের জন্য চাপ প্রয়োগকারী দেশগুলির সর্বাগ্রে রহিয়াছে যুক্তরাষ্ট্র। গত কিছুদিন ধরিয়া দুই কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সদ্ভাবকে দেশটি খুব একটা প্রীতির চক্ষে দেখিতেছে না বলিয়াই মনে করা হইতেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র পরমাণু প্রকল্প বাতিলের জন্য উত্তর কোরিয়াকে সর্বোচ্চ মাত্রার চাপের মধ্যে রাখিবার পক্ষপাতী। কোরিয়া সমস্যা সমাধানের অপর বৃহত্ অংশীদার গণচীন অবশ্য জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার মধ্যে থাকিয়াই সমস্যার সমাধানে আগ্রহী। দুই কোরিয়ার মধ্যে সংলাপকে ফলপ্রসূ বলিয়াও মনে করে দেশটি। অপর প্রতিবেশী জাপান অবশ্য উত্তর কোরিয়া প্রসঙ্গে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানের অনুরণন করিয়া থাকে।

এইদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানাইলেও, ভগ্নিকে দক্ষিণ কোরিয়া প্রেরণের ঠিক আগের দিনই পরমাণু অস্ত্রবাহী মিসাইলের প্যারেড অনুষ্ঠান করিয়াছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। শান্তির বাতাবরণ তৈরি হইবার মুহূর্তে এহেন পদক্ষেপ নিশ্ছিদ্র গোপনীয়তা রক্ষাকারী এই একনায়কের নিছক অবিমৃষ্যকারিতা নাকি সুচিন্তিত এক পদক্ষেপ তাহা কে বলিতে পারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here