দেশে ভারতীয় টিভি সিরিয়ালের একাধিপত্য

0
438

দেশে ভারতীয় টিভি সিরিয়ালের একাধিপত্য আগ্রাসন চলছে। এসবের নেশায় বুঁদ হয়ে আছে ছয় বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধ-বৃদ্ধা পযর্ন্ত। ঠিক সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পযর্ন্ত সব কাজকমর্ বাদ দিয়ে একটাই কাজ হলো ভারতীয় সিরিয়াল দেখা। কোনো কিছুইতেই আর মন বসে না। প্রতিদিনই নতুন নতুন পবর্ আর ঘটনার চমকের কারণে নেশা হয়ে গেছে সিরিয়ালের। একদিন দেখতে না পারলেই ভিশন মন খারাপ হয়ে যায়। এমন ভয়ঙ্কর নেশায় মত্ত হয়ে আছে বাংলাদেশের অধিকাংশ নারী। স্টার জলসা, স্টার প্লাজ, জি বাংলা কিংবা জি টিভিতে চলা এই সিরিয়ালগুলো নারীদের কাছেই খুবই জনপ্রিয়। এমনকি অনেক পরুষও আজকাল দেখছেন এসব সিরিয়াল। ঢাকা শহরের পাশাপাশি গ্রামগুলোতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই আসক্তি। ভারতীয় সিরিয়ালের বিষাক্ত ছোবলের ভয়ঙ্কর প্রভাব পড়েছে আমাদের সমাজের ওপরে। অতিরিক্ত সাজ পোশাক ও মেকআপ করার প্রবণতা বৃদ্ধি পায় ভারতীয় সিরিয়াল দেখে। ভারতীয় সিরিয়ালের নায়িকারা মেকআপ করে ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠে, শপিংয়ে যায়, এমনকি গোসল করে আসার পরেও মেকআপ করা থাকে। ভারতীয় সিরিয়াল আসক্ত নারীদের মধ্যেও অতিরিক্ত মেকআপ করা ও ভারতীয় সিরিয়ালের নায়িকাদের মতো দামি দামি বিচিত্র রং বে রংয়ের সাজ পোশাক পরার প্রবণতা বাড়ছে। সংসারে কূটনামি ও আশান্তি বৃদ্ধি পায় ভারতীয় সিরিয়াল দেখে। ভারতীয় সিরিয়ালের মূল উপাদান নিঃসন্দেহে কূটনামি। প্রতিদিনই সিরিয়ালে দেখানো হচ্ছে বৌÑশাশুড়ির ক‚টনামি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ক‚টনামি ও ষড়যন্ত্র করে। নিজেদের অজান্তেই ক‚টনামি করা শিখে ফেলছেন নারীরা। যৌথ পরিবার আজ হুমকির মুখে এই কারণে। ভারতীয় সিরিয়াল দেখে অনেক পড়াশোনার ক্ষতি হয়। স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনেক ছেলেমেয়েরা ভারতীয় সিরিয়ালে আসক্ত। প্রতিদিন পড়াশোনার মূল সময়টি তারা নষ্ট করছে সিরিয়াল দেখে। আবার অবৈধ সম্পকর্ বা পরকীয়ার প্রবণতা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায়, সিরিয়াল দেখতে দেখতে অন্যদিকে কোনো খেয়ালই থাকে না। ঘরের মানুষের প্রতি অযতœশীল হয়ে ওঠে। দেখা যাচ্ছে, সিরিয়াল দেখতে দেখতে সন্তানকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু মুখে খাবার না দিয়ে চামচ দিয়ে দিচ্ছে মুখে এতটাই আসক্ত। এতে সংসারে অশান্তি লেগেই থাকে। বাংলাদেশ হতে ভারতীয় চ্যালেনগুলো বন্ধ করে দেয়া হোক আর সঠিক পদক্ষেপ নেয়া হোক। ভারতীয় সিরিয়ালের লাগামটানা হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here