দৈনিক লোকসমাজ পত্রিকার চেয়ারম্যান ও নির্বাহী সম্পাদকের নামে মামলা প্রত্যাহারের দাবি করেছে লোকসমাজ পরিবার

0
631

বিশেষ প্রতিনিধি : দৈনিক লোকসমাজ লিমিটেডের চেয়ারম্যান শান্তুনু ইসলাম সুমিত ও নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের অবিলম্বে মুক্তি দাবি করেছেন লোকসমাজ পরিবারের সদস্যরা। শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে পত্রিকাটির সাংবাদিক, কর্মচারীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু। এসময় পত্রিকার বার্তা সম্পাদক রাজেক জাহাঙ্গীর, মফস্বল সম্পাদক সিদ্দিক হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের লোকসমাজের চীফ সাব এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনসহ সকল সাংবাদিক কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চেয়ারম্যান শান্তুনু ইসলাম সুমিত একজন সম্পূর্ন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তার পিতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন আলোকিত মানুষ হলেও তিনি কখনও রাজনীতিতে জড়াননি। এমনকি বিভিন্ন পিতার কৃতিত্বের জন্য বারবার সংবর্ধনার অনুষ্ঠানেও উপস্থিত হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রজীবন শেষ করে চাকরি ও ব্যবসার সাথে যুক্ত থেকেছেন। এখনও তিনি ব্যবসার সাথে জড়িত। অথচ তার মতো একজন নিরহংকার মানুষকে বিনা অপরাধে আটক করে তিনটি মামলা দিয়ে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বলেন, গত ৩১ জানুয়ারি রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে তার ছোটভাই লোকসমাজের নির্বাহী সম্পাদক বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরদিন তাকে দুই দিনের রিমান্ড নেয়া হয়। অমিত একজন এ্যাজমা আক্রান্ত মানুষ। তার নিয়মিত ওষুধের প্রয়োজন হয়। বড়ভাই হিসেবে ব্যবসায়ী শান্তনু ইসলাম সুমিত সেই ওষুধ দিতে ডিবি কার্যালয়ে যান। সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত নানা টালবাহানায় সেখানে তাকে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর হঠাৎ তাকে ডেকে একটি মাইক্রোবাসে তুলে নেয়া হয়। রাতভর তাকে আটকে রেখে অস্বীকার করা হয়। পরে সকালে তাকে তিনটি মামলায় আটক দেখিয়ে দুপুরের পর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড দবি করা হয়। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে সুমিত রিমান্ডে রয়েছেন। আমরা যতদূর জেনেছি তাতে সম্পূর্ন অরাজনৈতিক ও নিরপরাধ হয়েও তিনি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। যা অত্যন্ত অন্যায় ও অমানবিক বা মানবাধিকারের পরিপন্থী বলে আমরা মনে করছি। একারনে আমরা অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবি জানাচ্ছি। একই সাথে নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে দায়ের করা অসত্য মামলা বাতিল ও তার মুক্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আনোয়ারুল কবীর নান্টু বলেন, পত্রিকার প্রকাশক সাবেকমন্ত্রী তরিকুল ইসলাম, কিডনী, ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। বর্তমানে সপ্তাহে তাকে তিনদিন ডায়ালাইসিস নিতে হয়। এসব কিছু দেখভালের দায়িত্ব ছিলো তার দুই সন্তান সুমিত ও অমিতের ওপর। এই মুহুর্তে মিথ্যা মামলায় তারা দুইভাই পুলিশ রিমান্ডে থাকায় তার পিতা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। মুলত: তার চিকিৎসা করানোর জন্য এই মুহুর্তে সহায়ক কেউ নেই। ফলে তিনি শারিরীক ও মানসিকভাবে চরম বিপর্যন্ত অবস্থায় আছেন। পুরো পরিবারের এ দুরাবস্থার ফলে লোকসমাজ পত্রিকার সাংবাদিক-কর্মচারীরাও মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ অবস্থায় পত্রিকার পক্ষ থেকে আমরা পুরো বিষয়টি অত্যান্ত মানবিক দৃষ্টিতে দেখার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, অবিলম্বে এ ন্যায় সঙ্গত ও মানবিক দাবি মানা নাহলে সাংবাদিক কর্মাচারীদের স্বার্থে নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here