যবিপ্রবি’র ৩য় সমাবর্তন ৭ই ফেব্রুয়ারি আসছেন রাষ্ট্রপতি

0
370

বিশেষ প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ৭ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দিবেন জার্মান নাগরিক ১৯৮৮ সালে রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ড. রবার্ট হিউবার। সমাবর্তনের প্রস্তুতিসহ যাবতীয় বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসেন। তিনি জানান, সমাবর্তনে পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখায় ৮জন গ্রাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক, ৫জনকে ভাইচ চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৫৬জন শিক্ষার্থীকে ডিন অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলেছে। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব,প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here