‘দ্বিতীয় ইনিংসে ৬০০ রানও করতে পারি’

0
370

ক্রীড়া ডেস্ক: ‍ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এখনো ৪১৯ রানে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই ইনিংস ব্যবধানে হারের শঙ্কাটাই এখন খুব স্বাভাবিক। তবে প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র সফল ব্যাটসম্যান লিটন দাস আশা রাখছেন, দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করানোর। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ছয়শ’ রানও করা সম্ভব বলে তিনি মনে করেন।

শনিবার রাতে বুমফন্টেইনে দ্বিতীয় দিনের খেলা শেষে লিটন দাস বলেন, ‘লক্ষ্য এখন অনেক বড়। আমরা অনেক ব্যাকফুটে। চেষ্টা করব যেন ভালো খেলা যায়। এমন কিছু তো হতেই পারে, এখান থেকে আমাদের কোনো ব্যাটসম্যান দুইশ মেরে দিতে পারে। কোনো কিছুই অসম্ভব না। আমরা দ্বিতীয় ইনিংসে ছয়শও করতে পারি। তখন তারা আবার ব্যাটিংয়ে আসতে পারে।’

দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৫৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর বাংলাদেশের ১৪৭ রানে গুটিয়ে যায়। ব্যাটিংয়ে এই চরম ব্যর্থতার সদুত্তর নেই ক্যারিয়ার সেরা ৭০ রান করা লিটনের। তিনি বলেন, ‘এমন দিন যাবে তা তো কখনোই কেউ আশা করে না। আমরা ভালো দল, এর চেয়ে ভালো খেলতে পারি। কিন্তু ক্রিকেটে অনেক কিছুই হয়। এটা মেনে নিতে হবে আপনাকে।’

সরাসরি অজুহাত না দিলেও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনটাকেও মাথায় রাখতে বলছেন লিটন। তিনি বলেন, ‘আপনাকেও বুঝতে হবে আমরা ১০ বছর পর এখানে এসেছি। এই কন্ডিশনে বা এই উইকেটে খেলে আমরা অভ্যস্ত না। অজুহাত দেখানো যদিও ঠিক না, আমাদের ভেতর এরকম অনেক কিছুই কাজ করে। এর চেয়ে আমরা ভালো দল। হয়তো পরের ইনিংসে আমরা ভালো খেলব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here