ধর্ষণের বিচার দাবীতে পাইকগাছায় চাঁদখালী ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ!

0
401

পাইকগাছা প্রতিনিধি : বিচার চাই, বিচার চাই, চেয়ারম্যান বাবু সরদারের বিচার চাই। ধর্ষনে সহয়তা করার বিচার চাই। চাল নিয়ে ছিনি মিনি চলবে না চলবে না” সোমবার সকালে চাঁদখালী-বাজারে শতাধিক বিচার প্রত্যাশী মানুষ বিক্ষোভ মিছিল করে ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবুর বিরুদ্ধে সমাবেশ করেছেন। বিক্ষুব্দরা মিছিল শেষে স্থানীয় আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন সংগঠের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে বক্তারা চেয়ারম্যান-বাবুর বিরুদ্ধে অভিযোগ করেন,গত ১৫-৭-১৮তে রাতে বিচারের নামে ইউপি পরিষদে চেয়ারম্যানের সহয়তায় তানজিলা খাতুন( ৩০) কে আলমগীর সরদার নামে এক যুবক ধর্ষন করে। নির্যাতিতা নারী চককাওয়ালীর শেখ আকবর সিদ্দীকির মেয়ে এবং ধর্ষক আলমগীর ধর্ষিতার সাবেক স্বামী বলে জানাগেছে। এ ঘটনায় তানজিলা ধর্ষক আকবর ও চেয়ারম্যান- বাবুর বিরুদ্ধে খুলনার নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করলে আদালতের নির্দেশে চলতি ১১ আগষ্ঠ এ দু’জনের নামে থানায় মামলা রেকর্ড হয়,যার নং- ১৭। এদিকে ঈদুল ফিতর ও ঈদুল আযাহা উপলক্ষে বিতরনযোগ্য ৪৪ শ গরীব পরিবারের চাল বিতরন নিয়ে চেয়ারম্যান-ও তার অনুসারীরা লুকোচুরি করছেন অভিযোগ করেছেন। সভায় বক্তব্য রাখেন দলীয় নেতা- কর্মীদের মধ্যে শেখ গোলাম রব্বানী,নুরুল ইসলাম,ইুউপি সদস্য মাহামুদা খাতুন,হাবিবুর রহমান,রফিকুজ্জামান মিনু, নরিম সানা,আলাউদ্দীন গাজী,বারিক গাজী, হুমায়ুনকবির, সুবহান সরদার,কবির গাজী,সাদ্দাম সরদার,মোহাম্মাদ আলী,মাসুম বিল্লাহ,ইছারুউদ্দীন গাজী প্রমুখ। এ বিষয়ে ভারঃ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মোঃ আব্দুল আউয়াল বলেন, সৃষ্ট তালিকা নিয়ে জটিলতা দ্রুত সমাধান করে চাল বিতরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন। ধর্ষন মামলার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন বলেন আসামীরা পালাতক রয়েছে, তবে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here