ধোনি ম্যাজিকে জয়ের কাছে পৌঁছেও হেরে গেল চেন্নাই

0
380

ক্রীড়া ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ইনিংসের পরেও জয় অধরাই থেকে গেল। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য দরকার ছিল ২৬ রান। আর শেষ বলে দরকার ছিল মাত্র ২ রান। টি-টোয়েন্টির উন্মাদনা তখন চিন্নাস্বামীর বাইশ গজে। কিন্তু ক্রিকেট যে এক বলের খেলা আর সঙ্গে অনিশ্চয়তার। রবিবার সেটাই প্রমান করল।

উমেশ যাদবের স্লোয়ার মিস করলেন ধোনি। কিন্তু রান নিতে দৌড়লেন। ঠাণ্ডা মাথায় পার্থিবের থ্রোতে রান আউট শর্দুল ঠাকুর। ১ রানে ম্যাচ জিতে নিল বিরাট কোহলির বেঙ্গালুরু। এদিন টস জিতে চিন্নাস্বামীতেও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পিঠের ব্যাথায় কাবু ধোনি আগের ম্যাচে না খেললেও এই ম্যাচে নেতৃত্বে ফিরলেন ধোনি।

শুরুটা অবশ্য ভালো হয়নি বেঙ্গালুরুর। বিরাট কোহলিকে ৯ রানে ফেরালেন দীপক চাহর। এরপর এবি ডিভিলিয়ার্স এবং পার্থিব প্যাটেল প্রাথমিক ধাক্কা সামাল দেন। এবিডি ২৫ রানে ফিরে যান। ২৪ রান করে ফেরেন আকাশদীপ নাথ। দুজনেই রবীন্দ্র জাদেজার বলে ফাফ ডু প্লেসির হাতে ধরা পড়েন। স্টোইনিস ভয়ঙ্কর হওয়ার আগেই তাকে ফেরান ইমরান তাহির। ১৬ বলে ২৬ রান করেন মঈন আলি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে বেঙ্গালুরু।
চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দীপক চাহর, রবীন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো। একটি উইকেট নেন ইমরান তাহির।

১৬২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে স্টেইনগানে বেকায়দায় পড়ে যায় চেন্নাই। সঙ্গে উমেশ যাদবের দুরন্ত বোলিং। মাত্র ২৮ রানে ওয়াটসন, ডু প্লেসি, রায়না আর কেদার যাদবের উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় সিএসকে। এরপর আম্বাতি রায়াডু এবং ধোনি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু রায়াডু ২৯ রানে চাহলের বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। জাদেজা চেষ্টা করলেও ১১ রানে ফিরে যান প্যাভিলিয়নে। কিন্তু একা লড়ে যান মহেন্দ্র সিং ধোনি। ৪৮ বলে অপরাজিত থাকেন ৮৪ রানে। জয়ের কাছে পৌঁছেও মাত্র এক রানে হারতে হয় চেন্নাইকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here