নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র জমা প্রদান

0
262

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র দেয়ার শেষ দিন। উৎসবমূখর পরিবেশে এই মনোনয়ন পত্রে জমা দেয়া হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি পদে নজরুল ইসলাম মল্লিক , সিনিয়র সহ-সভাপতি পদে কামরুল হাসান, সহ-সভাপতি পদে এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক পদে মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক পদে আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ পদে মোঃ মফিজুর রহমান, দপ্তর ও গণ সংযোগ সম্পাদক পদে শাহিন আহমেদ ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আলাউদ্দিন হীরা, তথ্য, প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক পদে তারিম আহমেদ ইমন, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ সেলিম হোসেনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিটির চেয়ারম্যানের নিকট দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনীল দাস, সদস্য এস এম ফারুক আহমেদ ও আবিদ হাসান উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি নির্বাচনকে মামনে রেখে গত ১২ ডিসেম্বর নিবার্চন নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী গত ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটারদের আপত্তি গ্রহণ ও ভোটার তালিকা সংশোধন শেষে ১৫ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ১৮ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ ও ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দান করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনীল দাস জানান, দাখিল কৃত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাইবাচাই শেষে তালিকা প্রকাশ করা হবে।