নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

0
310

নিজস্ব প্রতিবেদক : রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠনের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, অর্চনা বিশ^াস প্রমুখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সারা দেশে নারী শিশু নির্যাতন বেড়েই চলেছে। দেশে প্রতিদিন ১১জন নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ২ হাজার ৮৩ জন যৌন হয়রাণির শিকার ও ২ হাজার ১৫৮জন শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার বিপরীতে শাস্তি খুবই নগণ্য। তাই এসব ঘটনার সাথে জড়িতদের শাস্তি আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here