যশোর নার্সিং ইনষ্টিটিউটের ইনচার্জ সাময়িক বরখাস্তর পরও চেয়ার আকড়ে ধরার জন্য সরকারী সকল সুযোগ ভোগ করার খবর ফাঁস !

0
393

এম আর রকি : যশোর নার্সিং ইনষ্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসাঃ সেলিনা ইয়াসমিন গত ২১ জুলাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ঢাকা পরিচালক প্রশাসন যুগ্ম সচিব কর্তৃক এক আদেশে সাময়িক সাসপেন্ড হলেও তিনি তার চেয়ার আকড়ে ধরে রাখতে নানা কৌশল নিয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার ২৮ জুলাই রোববার সাময়িক সাসপেন্ডে থেকেও তিনি নার্সিং ইনষ্টিটিউটের মাইক্রোবাসে চড়ে অফিস শেষে বাড়িতে ফিরতে দেখা গেছে। সরকারী কর্মচারীদের তিনি নানা ভাবে খাটাচ্ছেন। সূত্রগুলো বলেছে, ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে দূর্নীতিবাজ সেলিনা ইয়াসমিন ভর্তি জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভর্তিকৃত তৃতীয় বর্ষের শিক্ষার্থী সীমা খাতুনের নেতৃত্বে ১০/১২জন শিক্ষার্থী যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে যান। উক্ত শিক্ষার্থীরা সেলিনা ইয়াসমিনের বলে দেওয়া বক্তব্য ও আবেদন তত্ত্বাবধায়ককে জানান। তারা তাদের ম্যাম সেলিনা ইয়াসমিনের বরখাস্ত বাতিলের জন্য জোর দাবি জানান। হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রগুলে আরো জানান,গত ২১ জুলাইয়ের পর থেকে ইনচার্জ সেলিনা ইয়াসমিনের অবৈধভাবে ভর্তি করা সীমাসহ গত দুই শিক্ষাবর্ষে যাদেরকে ভর্তি জালিয়াতি করে নার্সিং ইনস্টটিটিউটে ভর্তি করেছেন। তাদেরকে দিয়ে তিনি বর্তমানে নার্সিং সেন্টারে সকল শিক্ষার্থীদেরকে বাধ্যতা মূলকভাবে সেলিনা ইয়াসমিনের পক্ষে সাফায় গাওয়ার জন্য ও তার বরখাস্ত বাতিলের দাবি জানিয়ে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন। প্রথম বর্ষ,দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মেধাবী শিক্ষার্থী জানান,তারা তাদের ইচ্ছের বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য হয়েছে। তারা দূর্নীতি পরায়ণ সেলিনা ইয়াসমিন ও উচ্চমান সহকারী গোলাম কাদের এর সাময়িত সাসপেন্ডের খবর শুনে খুশী হয়েছিলেন। বর্তমান সরকার দূর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে জোরালো অবস্থানকে স্বাগত জানান।
সূত্রগুলো আরো জানান,সেলিয়া ইয়াসমিনের মাধ্যমে যারা ভর্তি জালিয়াতি করে নার্সিং সেন্টারে প্রশিক্ষনের সুযোগ পেয়েছেন তারা লেখাপড়া না করে বছর বছর এ গ্রেড লাভ করেন। তিনি দায়িত্বে না থাকলে ও পুরানো রেজিষ্ট্রার ঘাটাঘাটি করলে তারাও ধরা পড়ার আওতায় আসবে এমন আশংকা প্রকাশ করে তারা সেলিনা ইয়াসমিনের পক্ষে অবলম্বন করেছেন বলে সূত্রগুলো দাবি করেছেন। গত ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে তত্ত্বাবধায়ক শিক্ষার্থীদের স্বাক্ষর করা আবেদন গ্রহন না করে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তারপরও তিনি গত ৮ দিনে তিনি তার চেয়ার আকড়ে ধরে বসে রয়েছে। তিনি সকালে অফিসে এসে তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে এসি ছেড়ে নার্সিং ইনস্টিটিউটের কর্মচারীদের যথেষ্টভাবে ব্যবহার করছে। তার আচারনে নার্সিং ইনষ্টিটিউনে কর্মরত অন্যান্য নার্সিং ইনষ্ট্রাক্টরগন হতবাক হয়ে পড়ছেন। তাছাড়া, তিনি সাময়কি বরখাস্ত হওয়ার পর তার বিরুদ্ধে অবৈধ আদেশ বাতিলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চেয়ারে কাউকে বসতি দিতে নারাজ বলে হুংকার দিচ্ছেন। উল্লেখ্য,পরিচালক প্রশাসন যুগ্ম সচিব শিরিন দেলহুর স্বাক্ষরিত ২১ জুলাই রোববার এক অফিস আদেশে সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) এর ৮/৫/১৯ তারিখ ৫৯.০০.০০০০.১৪৩.০৪.০১.২০১৮-৯১ সংখ্যক স্মারকে মোসাঃ সেলিনা ইয়াসমিন (পিতা কাজী নূরুল লতিফ) নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ নার্সিং ইনস্টিটিউট যশোরের বিরুদ্ধে দূর্নীতি,অনিয়ম,অব্যবস্থাপনা ও অপকর্মের অভিযোগ প্রেরণ করা হয়। উক্ত অভিযোহ সমূহ তদন্তের জন্য ১৫/০৫/১৯ তারিখ ২১২ সংখ্যক স্মারকে গঠিত তদন্ত কমিটির ০৪/০৭/১৯ তারিখ দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ৩জন প্রার্থীকে ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ১জন প্রার্থীকে অবৈধভাবে ভর্তি করেছেন। আর এই ৪জনকে অবৈধভাবে ভর্তি করানোর কাজে মূলত মোঃ গোলাম কাদের (পিতা মোঃ গোলাম রব্বানী মিয়া) উচ্চমান সহকারী নার্সিং ইনস্টিটিউট রাজবাড়ী (সংযুক্তি নার্সিং ইনস্টিটিউট যশোর এর সহযোগিতা করার বিষয়টি প্রমানিত হয়। ফলে সরকারী বিধি ও স্মারক নং এফ৩২/৪৮-ইএস(এসই),তারিখ ২১ জুলাই,১৯৪৯ ধারা (গ) অনুযায়ী সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধি মালা,২০১৮ এর বিধি-৩(খ) ও ৩(ঘ) এর বিধি-১২ মোতাবেক অভিযুক্ত মোসাঃ সেলিনা ইয়াসমিন ও গোলাম কাদেরকে সরকারী চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here