নিউজিল্যান্ডে মসজিদে হত্যাকান্ডের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির সমাবেশ

0
544


বিশেষ প্রতিনিধি : সোমবার সকালে ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে মসজিদে বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ব্যক্তি বা গোষ্ঠির সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। সাম্রাজ্যবাদী চক্র ধর্ম-বর্ণ নির্বিশেষে হিংসাত্মক পরিস্থিতির পৃষ্ঠপোষকতা করে বিশ্বে আধিপত্য ও লুণ্ঠন বজায় রাখার স্বার্থে, নিজেদের সংকট থেকে বাঁচার জন্য। নিউজিল্যান্ডের ঘটনা তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। শেতাঙ্গ জাতীয়তাকে এখানে সামনে আনা হয়েছে। অভিবাসিদের প্রশ্ন ও মার্কিনের অভিবাসি বিরোধী নীতির ও উস্কানিরই বহি:প্রকাশ ঘটেছে। সমাবেশে আরো বলা হয়, ইসলাম, খৃষ্টান, ইহুদি বা যে কোন ধর্মের নামে গড়ে উঠা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার স্বপক্ষের শক্তিকে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন হবি। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সাধারণ সম্পাদক শামিম বিশ্বাস, যুবমৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি শ্যামল শর্মা, রবি সরকার। সভা পরিচালনা করেন সুকান্ত দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here