যবিপ্রবিতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

0
310


বিশেষ প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী জমজমাট বিজ্ঞান মেলা। রোটার‌্যাক্ট ক্লাব অব যবিপ্রবির আয়োজনে বিজ্ঞান মেলায় যশোর এবং এর আশপাশের জেলার ২০টির অধিক বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্রে (বিউপি) সাবেক উপাচার্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দীন মিয়াজী। যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের ইলেক্ট সভাপতি শামসুল আলম, ঢাকা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক এ এফ এম মাহমুদুর রহমান, যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি পিয়াস বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথির মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় বঙ্গবন্ধু একাডেমিক ভবনের নিচে প্রদর্শিত যবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ন কবিরের সৌরবিদ্যুৎ চালিত গাড়ি অতিথিদের দৃষ্টি কাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here