নিহতের ১৫ দিন পর পাইকগাছায় বিএল কলেজ ছাত্রী সোনালীর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত

0
351

নিজস্ব প্রতিবেদক : অবশেষে মৃত্যুর ১৫ দিন পর পাইকগাছার বি,এল কলেজ ছাত্রী গৃহবধু সোনালীর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। নিহতের পিতা নিতাই বিশ্বাস বাদী হয়ে পাইকগাছা থানায় জেলহাজতে আটক স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী ও দেবরের বিরুদ্ধে হত্যা মামলাটি করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই অখিল সরকার ময়না তদন্ত রিপোর্টের উদ্বৃতি দিয়ে জানান, সোনালীর মাথায় ও হাটুতে শক্ত কিছু পদার্থের আঘাতে মৃত্যু হয়েছে। এদিকে, মৃত্যুর পূর্বে কাকাতো ছোট ভাই মিঠুর মেসেঞ্জারে সোনালী সুসাইট নোটে “লিখেছিলেন প্রেম করে বিয়ে করা বড়ই ভুল হয়েছে এবং আমার মৃত্যু হলে স্বামী রবিনই দায়ী থাকবে, তাকে তোরা জেলের ভাত খাওয়াবী।” এ নোট ও বেশ কিছু আলামতের ভিত্তিতে এ হত্যা মামলার তদন্ত চলছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন। উল্লেখ্য, প্রেম করে আনুষ্ঠানিক বিয়ের দেড় মাসের মধ্যে গত ২৮ আগস্ট বিএল কলেজে অর্নাস পড়ুয়া সোনালী বিশ্বাসের স্বামীর বসত ঘরে গলায় ওড়নায় ঝুলানো লাশ উদ্ধার হয়। ঐদিন হাসপাতালে মৃত মেয়েক দেখে কাঁন্নায় ভেঙে সোনালী পিতা ডুমুরিয়ার আইতলা গ্রামের নিতাই বিশ্বাস অভিযোগ করেন, মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বি,এল কলেজে পড়া অবস্থায় প্রেম করে একই কলেজ ছাত্র পাইকগাছার বোয়ালিয়ার ব্রীজ সংলগ্ন বাবুলাল বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। সোনালীর মৃত্যুতে প্রথমে অপমৃত্যু ও সর্বশেষ ময়না তদন্ত রিপোর্টের পর পিতা নিতাই বিশ্বাস ১২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ (ক)/৩০ ধারায় স্বামী রবিন, শ্বশুর বাবুলাল, শ্বাশুড়ী সুমিত্রা ও দেবর প্রবীরের বিরুদ্ধে মামলা করেছেন, যার নং- ০৩। ঘটনার দিনই পুলিশ স্বামী ও শ্বশুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here