নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজে নব-নির্মিত ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির ফলক উন্মোচন করেন এমপি স্বপন ভট্টাচার্য্য

0
754

উত্তম চক্তবর্তী : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে৷
বৃস্পতিবার দিনব্যাপী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷
উক্ত স্কুল এন্ড কলেজের গভর্ণিংবডির সভাপতি প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের নব-নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতির ফলক উন্মোচন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য৷ পরে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন৷
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ শহীদুল ইসলাম মিলন, স্থানীয় চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হায়দার৷
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মুজিবর রহমান, ভোজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্না, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ,যুবলীগের নেতা শহিদুল ইসলাম,আজিজুর রহমানসহ এলাকার সূধী সমাজ৷
সন্ধ্যার পর থেকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অতিথি শিল্পীদের উপস্থিতিতে এক বিচিত্রানুষ্ঠান হয়৷
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম ও সকল শিক্ষক, কর্মচারী এবং সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সকল সদস্যবৃন্দ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here