যশোর পিবিআইয়ের হাতে আতাউর হত্যা মামলার সাথে জড়িত শফিয়ার গ্রেফতার

0
360

বিশেষ প্রতিনিধি : মনিরামপুর উপজেলা দোহাখোলা গ্রামের আতাউর হত্যা মামলার সাথে জড়িত সন্দেহে শফিয়ার রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর টিম গ্রেফতার করেছে। বুধবার রাতে শফিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দোহাখোলা গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরে কর্মরত পুলিশ পরিদর্শক সুরেশ চন্দ্র হালদার জানান,বুধবার রাতে পিবিআই যশোর অফিসের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মতিনের নিদের্শে তিনিসহ পুলিশের একটি দল দোহাখোলা গ্রামে শফিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে একই গ্রামের আবুল কাশেমের ছেলে আতাউর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত। গত বছরের ১ মে রাতে আতাউর রহমান সঙ্গী শহিদুল ইসলামকে নিয়ে কুলটিয়া গ্রামের চেয়ারম্যানের বাড়ি হতে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। রাত ১০.৩৫ মিনিটের সময় আতাউর রহমানের মোটর সাইকেল পাড়িয়ালী গ্রামের হিমাংশু বাড়ির সামনে পৌছালে একদল দূর্বৃত্ত মোটর সাইকেলের গতিরোধ করে। মোটর সাইকেল আরোহী শহিদুলকে কিছু না বলে আতাউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মোবাইল ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় আতাউর রহমানের স্ত্রী শাহনাজ পারভীন রুমি বাদি হয়ে ৩ মে মনিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে নিয়মিত মামলা দায়ের করে। মামলা নং ০১ তারিখ ৩/৫/১৭ ইং ধারা ৩৪১/৩৭৯/৩০২/৩৪ পেনাল কোড। প্রথম পর্যায় মামলাটি মনিরামপুর থানা তদন্ত শুরু করলেও পুলিশ মামলার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারায় মামলাটি পিবিআই দপ্তরে আসে। পিবিআই যশোর দপ্তরে মামলাটি আসার পর বাদীর সন্দেহ মূলক আসামী শফিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। শফিয়ার রহমানকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here