যশোরের চৌগাছা থানার ক্যাশিয়ার কাম কনস্টেবল নাজমুল ক্লোজড হওয়ায় বেকায়দায় ॥ থানা কর্তার কথিত সোর্স মাঠে

0
385

এম আর রকি : যশোরের চৌগাছা থানা পুলিশ পড়েছেন বেকায়দায়। চৌগাছা থানার কথিত ক্যাশিয়ার কাম কনস্টেবল নাজমুল পুলিশ লাইনে ক্লোজড হওয়ায় এখন চোরাচালানী ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সাপ্তাহিত মোটা অংকের উৎকোচ আদায়ে ভাটা পড়েছে। তবে পুলিশের কথিত সোর্স মিরাজকে দিয়ে শুধু মাত্র মাদব ব্যবসায়ীদের কাছ থেকে রীতিমত অর্থ আদায় করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। মিরাজ চৌগাছা উপজেলার মনমথ পুর গ্রামের কাঙ্গালের ছেলে। মিরাজ গত ২৭ মার্চ মঙ্গলবার দুপুরে চৌগাছা বাজারের স্বর্ণ ব্যবসায়ী রবি সেনের দোকান সেনকো জুয়েলার্সে এএসআই কামরুজ্জামান ওরফে কামরুল,এএসআই আকবর আলী,কনস্টেবল নাজমুলের সাথে ছিল। ইয়াবা দিয়ে উক্ত দোকানের মালিক রবি সেনের ছেলে বাপ্পী সেনকে গ্রেফতার করতে গিয়ে বেকায়দায় পড়েন পুলিশের দল। বাজারের লোকজন পুলিশের কারসাজি টের পেয়ে দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কামরুজ্জামান ওরফে কামরুলকে উক্ত দোকানে অবরুদ্ধ করে রাখে। কামরুলের সাথে থাকা সহকর্মী এএসআই আকবার আলী,কনস্টেবল নাজমুল,কথিত সোর্স মিরাজ কৌশলে সটকে পড়ে। পরবর্তীতে থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম হোসেন,চৌগাছা পৌর মেয়র নুর উদ্দিন আল হিমেলসহ একটি দল উক্ত দোকানে অবরুদ্ধ থাকা কামরুজ্জামান ওরফে কামরুলকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরের দিন পুলিশের উর্ধ্বতন একটি দল চৌগাছা থানায় যান। তারা বিষয়টি খোঁজ খবর নিয়ে এএসআই কামরুজ্জামান ওরফে কামরুল ও কনস্টেবল নাজমুলকে ক্লোজড করার সুপারিশ করেন। পুলিশ সুপার ঘটনার কয়েক ঘন্টার মধ্যে উক্ত এএসআই ও কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করার আদেশ দেন। সূত্রগুলো জানিয়েছেন,চৌগাছা থানার ক্যাশিয়ার কাম কনস্টেবল নাজমুল পুলিশ লাইনে ক্লোজড হওয়ায় বেকায়দায় পড়েন চৌগাছা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম হোসেন। চৌগাছা থানা এলাকায় অবৈধ কারবারীদের কাছ থেকে আদায়ের কাজে নিয়োজিত নাজমুল না থাকায় কে আদায় করবেন এই অর্থ। তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যে পুলিশের কথিত সোর্স মিরাজকে দিয়ে আপাতত কাজ ঠ্যাক চালিয়ে নেওয়া হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছেন। অপর একটি সূত্র বলেছে, সোর্স মিরাজ চৌগাছা উপজেলার মনমথপুর গ্রামের বাসিন্দা হওয়ায় সে একই গ্রামের ফেনসিডিল কারবারী আমিনুর ,শাহিনসহ অনেকের কাছ থেকে সাপ্তাহিক অর্থ আদায় করছেন। মূলত চৌগাছা থানার অফিসার ইনচার্জ খন্দকারী শামীম হোসেনের টাকা আদায়ের কাজটি করছেন কথিত সোর্স মিরাজ। প্রতিদিন মিরাজ চৌগাছা এলাকায় গড়ে ওঠা মাদকদ্রব্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে হাজার হাজার টাকা উপার্জন করে অফিসার ইনচার্জের হাতে তুলে দিচ্ছেন। মিরাজকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে অজানা কাহিনী। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ খন্দকারী শামীম হোসেনের সরকারী মোবাইল ফোনে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here