নড়াইলের লোহাগড়ার আমিরুল ইসলাম টনিক হত্যার রহস্য উদঘাটন

0
432

বিশেষ প্রতিনিধি : পিবিআই যশোর কর্তৃক প্রায় চার বছর পর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এলাকার আমিরুল ইসলাম ওরফে টনিক হত্যার রহস্য উদঘাটন করেছে। উক্ত হত্যা মামলার আসামী সজিব খাঁন গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তি মোতাবেক হত্যার রহস্য উদঘাটন করেছে। সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের সবুর খাঁনের ছেলে ও বর্তমানে লক্ষীপাশা উপজেলার শান্টুর হাওয়া ইটভাটায় কাজ করতো। নিহত টনিক নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম বর্তমানে একই উপজেলার মশাঘুনি গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।
পিবিআই যশোর অফিস সূত্রে বলা হয়েছে, বিগত ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১ টায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের আমিরুল ইসলাম ওরফে টনিকের বাড়িতে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত সজিব খাঁন ঘটনার রাত সাড়ে ৮ টায় মারকাজ মসজিদের পাশের্^ গাছের গুড়ির উপর বসে ছিল। ওই দিন দিবাগত রাতে সজিব খাঁনের পরিচিত তুষার,জিল্লু,মনিরুল মোল্যা একটি ট্রাভেল ব্যাগ নিয়ে সজিবের কাছে আসে। তারা সজিব খাঁনকে তাদের সাথে চুরি করতে যাওয়ার প্রস্তাব দেয়। চোর গ্রুপের সদস্য তুষার শেখ আমিরুল ইসলাম ওরফে টনির আপন চাচাতো ভাই। তুষার সজিব খাঁনকে বলে টনিক অনেক বছর সৌদি আরব থেকে এসেছে। তার নিকট অনেক টাকা আছে। তাছাড়া,টনিক পিকআপ কেনার জন্য দেখাশুনা করছে বলে তুষার শেখ তার চোর সাথীদের কাছে প্রকাশ করে। চুরি করতে তাদের সাথে দেখে সজিবকে অনেক টাকা দেবে বলে সজিবকে তুষারগন প্রস্তাব দেয়। বেশী টাকার প্রস্তাব পেয়েও সজিব প্রথমে না বললেও পরে জিল্লুর পরামর্শে যেতে রাজি হয়।এর পর সজিব ওই রাতে ভাত খাওয়ার জন্য যায়। তখন সাথী তিনজন বসে গল্প করছিল। ঘটনার রাত ১১ টার পর টনিকের চাচাতো ভাই তুষার সজিব খাঁনকে ডাক দিলে সে আসে। উক্ত তিনজনের সাথে সজিব খাঁন একত্রিত হয়। তারা চারজন মিলে রাত সাড়ে ১১ টায় মশাঘুনি গ্রামের আমিরুল ইসলাম ওরফে টনিকের বাসায় যায়। তুষার শেখ ব্যাগ থেকে কাটার বের করে প্রথমে টনিকের বাসার পূর্ব পাশের বাথরুমের ভেনটিলেটারের গ্রীল ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা ঘরের দক্ষিণ পাশের্^ জানালা খোলা দেখে তুষার ও জিল্লু কার্টার দিয়ে ওই জানালার গ্রীল ভেঙ্গে ফেলে। প্রথমে তুষার শেখ গ্রীলের ভিতর দিয়ে ঘরে ঢুকে পূর্ব পাশের্^র ঘরের দরজা খুলে বাহির হওয়ার পথ ঠিক করে। তারপর ওই দরজা দিয়ে জিল্লু এবং মনিরুল ঢোকে। তুষার শেখ ও জিল্লুর হাতে ছানদা ছিল। মনিরুল সজিব খাঁনকে ঢোকার কথা বললেও কিন্তু জিল্লু সজিববে বলে তুই বাইরে থাক। কেউ আসে কিনা দেখবি। সজিব দরজার বাইরে দাঁড়িয়ে কেউ আসে কিনা পাহারায় ছিল। তুষার শেখ ঘরের ভিতরে থাকা আলমারি খুলে ফেলে। আলমারি খোলার শব্দে বাড়ির মালিক আমিরুল ইসলাম ওরফে টনিকের ঘুম ভেঙ্গে যায়। ঘরের লাইট জ¦ালিয়ে টনিক তুষার শেখকে দেখে বলে উঠে তুরা আমার বাড়ি এই কথা বলার সাথে সাথে তুষার শেখ প্রথমে টনিকের মাথায় ছ্যানদা দিয়ে কোপ মারে গুরুতর জখম করে। কথার শব্দ শুনে সজিব বাড়ির উত্তর দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় মনিরুল ও জিল্লু ঘর থেকে বের হয়ে দক্ষিণ দিকে দৌড়ে পালায়। টনিক গুরুতর জখমপ্রাপ্ত হয়ে তাদের পিছুপিছু ধাওয়া করে। এর পর গুরুতর জখম প্রাপ্ত টনিককে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ১৭ ফেব্রুয়ারী তিনি মারা যান। এ ঘটনায় নিহত ভাই আবু সাইদ শেখ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করে। মামলা নং ২২ তারিখঃ ১৮/০৫/১৬ ইং ধারা ৪৫৭/৩৮২/৫১১/৩০২ পেনাল কোড রুজু করেন। উক্ত মামলায় প্রথমে লোহগড়া পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে পিবিআই তদন্ত করলে গোপন সূত্রে খবর পান সজিব খাঁন এ ঘটনার সাথে জড়িত মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম ১৮ অক্টোবর দিবাগত গভীর রাত পৌনে ১ টায় সজিব খাঁনকে নিজ বাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর সজিব খাঁন পুলিশের কাছে পরে আদালতে স্বেচ্ছায় টনিক হত্যাকান্ডের বর্ণনা দেয়।