নড়াইলে পাঁচ গুণী শিল্পীকে সংবর্ধনা

0
414

নিজস্ব প্রতিবেদক
সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নড়াইলে পাঁচ গুণী শিল্পীকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত শিল্পীরা হলেন লোক সংগীতে মো. ইউনুছ শেখ, যন্ত্রসংগীতে এনামুল কবির, চারুকলায় ধীমান বিশ্বাস, সংগীতে নিরঞ্জন সিংহ ও নাট্যকলায় প্রদ্যোৎ ভট্টাচার্য্য।
শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত গুণী শিল্পীদের হাতে সম্মানা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।
এ সময় জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে আয়েজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দিন, অবসর প্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, জেলা কালচারাল অফিসার মো. হায়দার আলী, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নড়াইল জেলায় অনেক গুণীমানুষের জন্ম হয়েছে। এ সব গুণীশিল্পীরা দেশে-বিদেশে নড়াইল জেলাকে পরিচিত করে তুলেছেন। এ সব গুণীব্যক্তিদের যোগ্য সম্মান জানাতে হবে। গুণীজনসহ নানা শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে নড়াইলকে ঘুষ, দুর্নীতিমুক্ত একটি উন্নত জেলায় রূপান্তরের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে, এ উপলক্ষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here