নড়াইলে ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল না দিতে বললেন জেলা প্রশাসক

0
304

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল না দেয়ার জন্য এবং সিমিত লাভ করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা বেগম।
মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় শহরের বানিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারে এ মনিটরিং চালানো হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শণ এবং প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের দ্রব্যের মূল্য অতিরিক্ত না নেয়ার জন্য সতর্ক করা হয়। পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্যের বাজার কেউ অস্থিতিশীল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দিয়েছেন জেলা প্রশাসন।
এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, রূপগঞ্জ বাজার শিল্প ও বনিক সমিতির সভাপতি মো. রজিবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক শন্তু ঘোষসহ বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here