নড়াইলে স্ত্রীর ওপর অ্যাডিস নিক্ষেপের মামলায় স্বামীর যাবজ্জীবন

0
795

নিজস্ব প্রতিবেদক : নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে স্ত্রী হেলেনা খানমের ওপর যৌতুকের দাবিতে নির্যাতন ও অ্যাডিস নিক্ষেপের মামলায় স্বামী এমদাদুল হক সাগর (৩০)কে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দারা জজ সানা মোহাম্মদ মারুফ হোসাইন এ আদেশ দেন। এ মামলা হেলেনা খানমের শ্বশুর আয়ূব হোসেন, শাশুড়ি রোকেয়া বেগম ও ননদ সুমি খানমকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের এমদাদুল হক সাগরের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হেলেনা খানমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে হেলেনার ওপর নির্যাতন করত স্বামী সাগরসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১০ জুন হেলেনাকে নির্যাতন করে তার ওপর অ্যাডিস নিক্ষেপ করা হয়। এ ঘটনায় স্বামী সাগরসহ শ্বশুর আইয়ূব, শাশুড়ি রোকেয়া ও ননদ সুমিকে আসামি করে হেলেনার বাবা হাবিবুর রহমান লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। ৩২ জনের স্বাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here