নড়াগাতিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সদস্যদের ॥ তদন্ত শুরু

0
477

নিজস্ব প্রতিবেদক : নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস নলীয়া নদীর সরকারি খাস সম্পত্তি ও সরকারি ভবন অবৈধভাবে জবরদখল করে ইজারা দেয়ার নামে দোকান ঘর নির্মাণের জন্য প্লট বিক্রি করে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন। একই সঙ্গে ভুয়া প্রকল্পের নামে কাজ না করে এলজিএসপির বরাদ্দকৃত অর্থ ও হত-দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আতœসাতের অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে গত ৩১ জানুয়ারি তাঁরই পরিষদের ৭জন নির্বাচিত সদস্য এসব অনিয়মের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতর বরাবর লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপ-পরিচালক মো. সিদ্দিুকুর রহমান সোমবার (২৬ ফেব্রুয়ারি) তদন্ত শুরু করেছেন।
লিখিত অভিযোগে জানা, কালিয়া উপজেলার কলাবাড়িয়া মৌজার এসএ ১ নং খতিয়ানের ৪৫১৩ নং দাগের সরকারি মালিকানাধীন জমির ওপর কৃষি অফিসের ও খাদ্য গুদামের ভবন বিদ্যমান রয়েছে। ওই সরকারি জমি ও ভবন ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস জবর-দখল করে প্রতিটি প্লট ১ লাখ টাকা হারে মোট ২০টি প্লট অবৈধভাবে বিক্রি করেছেন। ইতিমধ্যে বরাদ্দকৃত প্লটগুলিতে পাকা দোকান ঘর নির্মাণ করেছেন দখলদারগণ। ওই জমিতে থাকা ২ লাখ টাকা মূল্যমানের সরকারি গাছ বিক্রিরও অভিযোগ রয়েছে। এছাড়া কাজ না করে নিয়মবহির্ভূতভাবে ভুয়া প্রকল্পের নামে এলজিএসপির বরাদ্দকৃত অর্থ ও কর্মসৃজন প্রকল্পে ভুয়া ও অযোগ্য শ্রমিকের নাম দিয়ে প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আতœসাতের অভিযোগ করেছেন। এ ব্যাপারে ইউপি সদস্য কাইউম শিকদার, মো. হাসমত আলী, হাসি বেগম, এসএম শের আলী, মালতী, উপানন্দ চিন্তাপাত্র ও আকবর হোসেন জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট দপ্তরগুলো লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপ-পরিচালক মো. সিদ্দিুকুর রহমান সোমবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে তদন্ত কাজ শুরু করেছেন।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিুকুর রহমান বলেন, ‘অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ভিডিও ফুটেজ ধারণ করার মাধ্যমে প্রাথমিক তদন্তের কাজ করা হয়েছে। পরবর্তীতে উভয়পক্ষকে নোটিশে মাধ্যমে শুনানী করা হবে।’
একই প্রসঙ্গে কলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান কায়েস সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি চলতি মেয়াদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেযারম্যান নির্বাচিত হয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল কুৎসা রটাচ্ছেন। আমি আদৌ কোন ধরণের অনিয়ম দুর্নীতি সঙ্গে জড়িত নই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here