যশোরে ভারতীয় ভিসা অফিসের সামনে ট্রাকের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন নিহত

0
435

বিশেষ প্রতিনিধি:সোমবার দুপুরে যশোর শহরের সিটি কলেজ এলাকার নড়াইল সড়কের ভারতীয় ভিসা অফিসের সামনে চাল বোঝাই ট্রাকের ধাক্কায় ইমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোদো খালী গ্রামের আব্দুস সামাদ আলীর
ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ ঘাতক ট্রাকের চালক রেজাউল ইসলামকে গ্রেফতার ও ট্রাকটিকে জব্দ দেখিয়েছে।
নিহত যুবকের চাচা মফিজুল ইসলাম জানান,সোমবার সে তার ভাইপো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমনকে নিয়ে মোটর সাইকেল যোগে ভারতীয় ভিসা করতে যশোর আসে। চাচা ও ভাইপো ভিসা অফিসে কাজ সেরে সামনে আসে। চাচা ভাইপো ভিসা অফিসের সামনে চায়ের দোকান থেকে চা পান করে। ভাইপো ইমন চাচার এপাচি মোটর সাইকেল নিয়ে যশোর শহরের দুপুর আনুমানিক ১ টায় বের হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশ দিয়ে ইমন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিজিবি’র ক্যাম্পের উদ্দেশ্যে চাল বোঝাই একটি ট্রাক (সিরাজ গঞ্জ ট-০২-০০৪১) মোটর সাইকেল আরোহী ইমনকে ধাক্কা মারলে ঘটনাস্থলে সে নিহত হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকের চালক যশোর শহরের শংকরপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে রেজাউল ইসলামকে গ্রেফতার পূর্বক কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই তারেক মোহাম্মদ নাহিয়ানের কাছে সোপর্দ করে। ইমনের চাচা আরো জানান, ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে গত এক সপ্তা পূর্বে বাড়িতে আসে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভূক্ত করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here