পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অধীনে চার জেলায় ১৫৯টি ইটভাটা সম্পূর্ন অবৈধ ঘোষনা

0
1080

এম আর রকি : পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অধীনে চার জেলায় কাগজ কলমে ১৫৯টি অবৈধ ইটভাটার তালিকা পাওয়া গেছে। এদিকে,৩১অক্টোবর বুধবার অবৈধভাবে ড্রাম চিমনী ব্যবহার করায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের নেতৃত্বে নড়াইলে একটি ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়েল অধীনে জেলা গুলি হচ্ছে, যশোর,মাগুরা,ঝিনাইদহ ও নড়াইল। জনবল সংকটের কারণে অভিযানের অভাবে ইটভাটাসহ পরিবেশ বিঘিœত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারছেনা।
পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অধীনে চার জেলায় যে ইটভার রয়েছে তার সরকারী নির্দেশনা বর্হিভূত। তার পরও অবৈধবাবে ভাটার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ১২০ ফুট স্থানীয় চিমনী ও ড্রাম চিমনী ব্যবহারকারী ভাটার মধ্যে যশোর জেলায় ২৪টি,মাগুরা জেলায় ৫২টি,ঝিনাইদহ জেলায় ৪২টি ও নড়াইল জেলায় ৪১টি। এর মধ্যে যশোর জেলায় গড়ে ওঠা ভাটা গুলির ২৪টি প্রত্যেকটিতে ১২০ ফুট স্থায়ী চিমনী ব্যবহার করছে। যা সম্পূর্ন অবৈধ। জিকজ্যাক ভাটার তালিকায় এরা নাই। মাগুরা জেলায় ৫২টির মধ্যে ২৩টি ইটভাটা ১২০ ফুট চিমনী ব্যবহার করলেও বাকী ২৯টি ড্রাম চিমনী ব্যবহার করছে। যা সম্পূর্ন অবৈধ।ঝিনাইদহ জেলায় ৪২টি ইটভার মধ্যে ২২টি ভাটার মালিক ১২০ ফুট স্থায়ী চিমনী ব্যবহার করলে ও ২০টিতে ড্রাম চিমনী ব্যবহার করছে। নড়াইল জেলায় ৪১টি ইটভাটার মধ্যে ৯টিতে ১২০ ফুট স্থায়ী চিমনী ব্যবহার করলেও ৩২টিতে ড্রাম চিমনী ব্যবহার করছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানাগেছে, যশোর,মাগুরা,ঝিনাইদহ ও নড়াইল জেলায় যে ইটভাটা রয়েছে তার অধিকাংশ অবৈধ বলে দাবি করেছে কর্মকর্তাদ্বয়। এসব অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর জেলার কার্যালয়ের একটি টিম অচিরেই অভিযান চালাবে বলে জানাগেছে। সূত্রগুলো আরো জানান, ইতিপূর্বে যে ভাটা গুলি রয়েছে। সেই ভাটার আশপাশ দিয়ে বাড়িঘর,স্কুল কলেজ,রাস্তাঘাট আগে না থাকলে বর্তমানে বিদ্যমান থাকলে সেই ভাটা সম্পূর্ণ অবৈধ হবে। জিকজ্যাক ভাটা ছাড়া কোন ভাটার কোন বৈধতা নাই। পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা জানান, ইটভাটার আপটেড তালিকা প্রস্তুত করে অচিরেই অভিযান চালানো হবে। যারা অবৈধভাবে ভাটার কার্যক্রম চালিয়ে আসছে তাদের কাছে থাকা পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় কর্র্তৃক প্রদান করা ছাড়পত্র বাতিল করা হবে। গত মার্চ মাসে যশোর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে জানাযায়, চারজেলায় ১৫৯টি ইটভাটার সব ক’টি অবৈধ। গত ৩১ অক্টোবর বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদার নেতৃত্বে সহকারী বায়োকেমিষ্ট নিখিল চন্দ্র ঢালীসহ একটি টিম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সারুলিয়া এলাকায় এসএমবি ব্রিকস এ আকস্মিক ঢুকে পড়ে। উক্ত ব্রিকসের মালিক ওই উপজেলার বারইপাড়া গ্রামের মোঃ মনির মিয়া। উক্ত ভাটায় সম্পূর্ন অবৈধভাবে ড্রাম চিমনী ব্যবহার করায় ভেঙ্গে দেওয়া হয়। ভাটার মালিক মনির মিয়া ও তার কর্মচারীদের না পাওয়া গেলে স্থানীয় জনগনের সহায়তায় ভেঙ্গে দেওয়া হয়। সাথে সাথে ভাটার মালিক না পাওয়া যাওয়ায় স্থানীয় লোকজনের মাধ্যমে পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার নিদের্শনা প্রদান করা হয়।সূত্রগুলো আরো জানায়,যশোরসহ চারজেলার কার্যক্রম যশোরে পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক প্রতিবেদন খুলনা পরিচালকের বরাবর পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে মামলা দায়ের এর কার্যক্রম পরিচালনার অনুমোদন চাওয়া হয়েছে খুলনা বিভাগীয় পরিচালকের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here