যশোরে বিএনপি’র গণ অনশন পালিত তিন যুবদলের নেতাকর্মী আটক

0
429

বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাদন্ড বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে যশোরে গণঅনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। অনশন শেষে পুলিশ তিন যুবদল নেতাকর্মীকে আটক করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ গণঅনশন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড, সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।গণঅনশনকালে বিএনপি নেতা অ্যাড, সাবু বলেন, সরকার একদিকে আদালত, অন্যদিকে পেটোয়া বাহিনী ব্যবহার করে বিএনপির নেতৃত্ব ধ্বংস করার পাঁয়তারা করছে। কারাবন্দি বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক দন্ডাদেশ দেয়া হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব খর্ব করা। গণঅনশন কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। অনশন শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় প্রেসক্লাবের সামনে থেকে কোতয়ালী পুলিশ যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করে। এরা হলেন, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক কবীর হোসেন বাবু, যুবদল কর্মী জাহাঙ্গির হোসেন ও সাইফুল ইসলাম। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে পুলিশ বলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here