পাইকগাছার খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনকের জন্ম দিন পালিত হয়নি

0
492

পাইকগাছা প্রতিনিধি : সরকার ঘোষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালনের জন্য বাধ্যতা মূলক করা হলেও উপজেলার খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপেক্ষিত হয়েছে। সরকারী সিদ্ধান্তকে ভুলিন্ঠিত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ মন্ডল সহ শিক্ষক মন্ডলী। গত ১৭ মার্চ শুক্রবার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবস। দিনটি সরকারী ও বেসরকারী ভাবে পাইকগাছায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে পাইকগাছা উপজেলা চত্ত্বর হতে প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর দিন ব্যাপী বঙ্গবন্ধুর জীবনী সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠানে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেও খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতার পরিচয় দিয়েছে। তারা দিনটি পালন না তরে অবজ্ঞার পরিচয় বহন করেছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here