পাইকগাছার মৌখালী- চাঁদখালী সংযোগ সড়ক : কালভার্টের অর্ধেক ভেঙে পড়েছে : ভাঙায় পড়ে পথচারী মানুষসহ গরু-মহিষও আহত হচ্ছে

0
310

                       গত দু-মাসেও মেরামত হয়নি 

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছা উপজেলার জনগুরুত্বপুর্ন মৌখালী -চাঁদখালী সংযোগ সড়কের কালভার্টের অর্ধেকটা জুড়ে ভেঙে পড়ায় পথচারী সহ যানচলাচল হুমকির মুখে পড়েছে। প্রতিনিয়ত ভাঙায় পড়ে পথচারী মানুষসহ গরু- মহিষ আহতের ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় চেয়ারম্যান-মেম্বর জানার পরেও গত দু-মাসেও ভাঙা কালভার্ট মেরামতের কোন উদ্যোগ গ্রহন করেননি। রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, জনগুরুত্বপুর্ন এ সড়কের চাঁদমুখি স্থানের আনারুল সানার বাড়ীর কাছে কালভার্টের অর্ধেকটা জুড়ে ভেঙে পড়াছে । নিরাপত্তার জন্য গত দু’মাস ধরে এ স্থানে একটি লাল পতাকা ও শিরিশের কিছু ডাল-পালা ছাড়া আর কিছুই জুঠেনি। অভিযোগ উঠেছে ৯নং ওয়ার্ড সদস্য থেকে চাঁদখালী ইউপি চেয়ারম্যান পর্যন্ত এ ঘটনা জানার পরেও তাঁরা এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেননি। স্থানীয় বাবুল মিস্ত্রীসহ অনেকেই জানিয়েছেন, এ পর্যন্ত গড়ইখালী ও বিভিন্ন স্থানের কয়েকজন পথচারী নারী-পুরুষ ভাঙায় পড়ে আহত হন। এ ছাড়া গত ক’দিনে কোরবানীর ঈদ উপলক্ষে চাঁদখালী বাজারে আসা-যাওয়ায় পথে কয়েকটি গরু-মহিষও আহত হয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদখালী ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু এ সড়কটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উল্লেখ করে বলেন, বিষয়টি তাদেরকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে ফাঁকি দেওয়ায় এ ঘটনা ঘটেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জ্ঞাত করার কথা জানিয়ে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ বলেন দ্রুতই কালভার্টের ভাঙা স্থান মেরামত করে ভারী যানচলাচলে ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here