পাইকগাছায় কোরবানীর পশুর হাট জমজমাট : প্রশাসনের মনিটরিং জোরদার

0
311

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছার চাঁদখালী, কাশিমনগর, গদাইপুর, বাঁকা বাজারে কোরবানীর পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। পশু ক্রয়-বিক্রয়ের উচ্চ বিত্তদের সক্ষমতা থাকলেও নিম্ন মধ্যবিত্তরা পড়েছে বিপাকে। পুলিশ বলছে, পশুর হাটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত কোরবানীর পশুর হাট শেষ মুহুর্তে জমজমাট হয়ে উঠেছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উচ্চ মধ্যবিত্ত পরিবার গরু, মহিষ, ছাগল ক্রয়ের ক্ষেত্রে সক্ষমতা দেখালেও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন ক্রয় ক্ষমতার বাইরে গেছে বলে জানিয়েছেন। বর্তমান বছরে কোরবানীর পশুর উচ্চ মূল্যের কথা শোনা গেছে। এদিকে উপজেলার ঐতিহ্যবাহী চাঁদখালীর পশুর হাটও জমাজমাট হয়ে উঠেছে। ইজারা হাট কর্তৃপক্ষ মাইকিং করে ঈদের আগের দিন শুক্রবার পর্যন্ত পশুর হাট চলমান থাকবে বলে জানিয়েছেন। রবিবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। হাট ইজারাদার আব্দুস সালাম খান জানিয়েছেন, এ হাটে ক্রয়-বিক্রয়ের জন্য প্রায় ১ হাজার গরু, মহিষ, ছাগল উঠেছে। তিনি চাঁদখালীর পশুর হাটকে দালালমুক্ত ঘোষণা করে স্বাস্থ্য পরিদর্শক টিম, জাল টাকা সনাক্তকরণ মেশিন ও হাট কমিটি ও প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, প্রতি হাজারে বিক্রেতার নিকট থেকে ১০ টাকা হারে ইজারা নেয়া হচ্ছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, হাট ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও নিরাপত্তার জন্য চাঁদখালী, কপিলমুনি সহ বিভিন্ন পশুর হাটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here