পাইকগাছার মৎস্য লীজ ঘের ও আদর্শ মন্ডলের মৃত্যু রহস্য

0
375

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার খালিয়ারচক গণমৎস্য লীজ ঘের ও আদর্শ মন্ডলের মৃত্যু কাহিনীর জট খুলতে শুরু করেছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আদর্শের পিতা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এলাকাবাসী আদর্শ মন্ডলকে নিয়ে মানববন্ধন সহ বিভিন্ন স্থানে লিফলেট লাগিয়েছে। এ ঘটনায় আমাদের এ প্রতিনিধি সরেজমিনে তথ্যানুসন্ধানে গেলে জানতে পারেন, উপজেলার খালিয়ারচক মৌজায় প্রায় ৩শ বিঘা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে একটি গণঘের পরিচালনা হয়ে আসছে। গত বছর উক্ত লীজ ঘেরের বেশ কিছু জমির মালিকদের নিকট থেকে খালিয়ারচক গ্রামের জয়দেব মন্ডলের পুত্র নৃপেন্দ্রনাথ মন্ডল ডিড গ্রহণ করেন। সে ক্ষেত্রে গণঘেরের অন্যান্য মালিকদের তুলনায় নৃপেনের ডিডকৃত সম্পত্তি বেশী হওয়ায় গণঘেরের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। তারই ধারাবাহিকতায় তিনি লীজ ঘেরে প্রথমে ইসলাম সরদারকে ম্যানেজার নিয়োগ ও মৎস্য ঘেরের উত্তর পাশ দিয়ে অপরিকল্পিত বিদ্যুৎ লাইন সংযোগ স্থাপন করে। জানা যায়, নৃপেন তার বাড়ীর সার্কিট ব্রেকার হতে তার টেনে লীজ ঘেরের উত্তর পাশ দিয়ে ৭টি বাঁশ পুঁতে ৫টি বাঁশের মাথায় বাল্ব স্থাপন করে। প্রত্যেকটি বাঁশের গোড়ায় আর্থিনের তার পুঁতে রাখে। উক্ত অপরিকল্পিত লাইন চলমান থাকাবস্থায় উত্তর-পূর্ব পাশের তার বিচ্ছিন্ন হয়ে যায়। সেই তার ঠিক করার জন্য ৩০ জুন বিকালে একই গ্রামের সুবোল চন্দ্র মন্ডলের পুত্র অপ্রশিক্ষণপ্রাপ্ত আদর্শ মন্ডলকে মেরামতের জন্য নৃপেন ডেকে দিয়ে চৌরাস্তা নামক স্থানে চলে যায়। বিদ্যুৎ লাইন ঘেরের ফাঁড়ি হতে প্রায় ১৫ ফুট দূরে পানির মধ্যে হওয়ায় বাঁশ তুলে পানিতে ভাসিয়ে দিয়ে আদর্শ মন্ডল মেরামতের কাজ শুরু করে। অপরদিকে, নৃপেনের পুত্র পাপ্পু ও ম্যানেজার ইসলাম অদূরে দাঁড়িয়ে থাকে এবং পার্শ্ববর্তী একটি বাসায় কালিপদ মন্ডল অবস্থান করে। কাজ করার সময় ব্রেকার সার্কিট অফ করে দিয়ে কাজ চলতে থাকে। কিছু সময় পর সার্কিট ব্রেকারের লাইন নৃপেনের বাড়ীর লোক অন করলে বিদ্যুৎ শকে আদর্শ পানিতেই ছিটকে পড়ে। তাকে তাৎক্ষণিকভাবে কেউ উদ্ধার না করায় সে ডুবে যায়। এ সময় ইসলাম, পাপ্পু ও কালিপদ চেচামেচি করলে স্থানীয় লোকজন দৌড়ে যেয়ে আদর্শকে পানির মধ্য হতে উদ্ধার করে রাস্তায় আনলে তার পরিবারের লোকজন আদর্শকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। এরপর আদর্শের মৃত দেহ ময়না তদন্তের পর পারিবারিকভাবে সৎকার করা হয়। অবাক হলেও সত্য আদর্শের সৎকার করার সময় নৃপেনের বাড়ীর লোকজন সেখানে উপস্থিত হয়নি বা পরিবারকে কোন সহায়নুভূতি দেখায়নি। আদর্শ একটি ভাল ছেলে থাকায় এলাকাবাসী তার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না। তাদের প্রশ্ন আদর্শের মৃত্যুর জন্য দায়ী কে? আদর্শের পিতা সুবল চন্দ্র মন্ডল বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। এলাকার একাধিক ব্যক্তি বলেন, নৃপেনের একক সিদ্ধান্তে গণঘেরে অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগ স্থাপন না করলে হয়ত বা অকালে ছেলেটার জীবন ঝরে যেত না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here