পাইকগাছার চিংড়ি ঘেরের  পুড়িয়ে ভস্মিভুত করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

0
469

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার হিতামপুর মৌজায় চিংড়ি ঘেরের বাসা পুড়িয়ে ভস্মিভুত করায় বুধবার পাইকগাছা থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, শেখ আফসার উদ্দীনের কাছ থেকে ১২৬৫ নং দলিলে ০২/০৪/১৯৯৪ তারিখে জমির আলী গাজী জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছে। উক্ত জমি হিতামপুর মৌজার চর ভরাটি জায়গার পাশে অবস্থিত হওয়ায় পুরাইকাটি গ্রামের কামরুল মোড়ল দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে। যা নিয়ে পাইকগাছা নির্বাহী আদালতে ১৪৪, ১০৭, ১১৭ ধারার মামলা রয়েছে। এসব কারণে প্রতিপক্ষ কামরুল মোড়ল, কওসার মোড়ল, আকবার মোড়ল, আরজ মোড়ল, ইউসুফ মোড়ল ও খোকন গোলদাররা জমির মালিক মান্নান গাজীদের বিভিন্ন সময় জানমালের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন আকবার মোড়ল আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে ঘের মালিক মান্নান জানিয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ কওসার আলী মোড়ল জানান, তারা এ ব্যাপারে কোন কিছু জানেন না। নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়ে নিজেদের ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান। এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে বলে তদন্ত কর্মকর্তা এস,আই অনিস জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here