পাইকগাছায় ঘুর্ইিঝড় ফনি’র আঘাতে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন

0
328

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কয়রায় নদী ভাঙনে ঝুকি প্রবন এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন কালে এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন,উপকূলীয় এ জনপদের জান-মাল রক্ষার্থে টেকসহি বেঁড়িবাধ নির্মানে সরকারের মহা পরিকল্পনা রয়েছে। ঘুর্নিঝড় ফনি’র প্রভাবে ও আমাবর্স্যার জোয়ারে কয়রা সহ উপজেলার দেলুটি’র কালীনগর সোলাদানার নারিকেলতলা ও গড়ইখালীর উত্তর কুমখালীতে শিবসা নদীর ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের ঝুকিতে থাকা বেঁড়িবাধ ও ঝড়ে ক্ষতিগ্রস্থ আবাসন প্রকল্প পরিদর্শন শেষে সোমবার সকালে স্থানীয়দের মধ্যে ত্রান বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরোও বলেন নির্বাচিত হয়ে সুন্দরবন সংলগ্ন দু’ উপজেলায় ঝুকিপূর্ন পানিউন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ নির্মানে সম্প্রতি মহান সংসদে উর্থাপন সহ ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাক্ষাত করে মজবুত বেঁড়িবাধ নির্মানের আশ্বাসের কথা বলেছেন। উপজেলা প্রশাসন ও ত্রান -দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ইউএনও জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান (সার্বিক), জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মোঃ আজিজুল হক জোয়াদ্দার,ওসি এমদাদুল হক শেখ,পিআইও আরিফ হোসেন,ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস,প্যানেল চেয়ারম্যান-আঃ ছালাম কেরু সহ পাউবো কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here