যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের মোবাইল নাম্বার ক্লোন করে কর্মচারীকে ফোন

0
717

বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপ-পরিচালকের ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে জনৈক প্রতারক অত্র দপ্তরের নমুনা সংগ্রহকারী আবুল বাশারের মোবাইল নাম্বারে ফোন করে নিজেকে উপ-পরিচালক দাবি করার খবর ফাঁস হয়ে পড়েছে। উপ- পরিচালকের নাম্বার ক্লোন করে এই চক্রটি অত্র কার্যালয়ের ইটভাটা,প্রতিষ্ঠানের মালিকের নাম্বারে ফোন করে চাঁদাদাবি করার আশংকা প্রকাশ করছেন করে তিনি। তাই তিনি অত্র কার্যালয়ের অধীনে চার জেলার ইটভাটা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে সর্তক হওয়ার আহবান জানিয়েছেন।
পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের নমুনা সংগ্রহকারী আবুল বাশারের ব্যক্তিগত মোবাইল নং ০১৬২৭৩৯১৫১১ তে উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদার ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে ফোন করে অপরপ্রান্ত থেকে বলা হয়, এটা উপ-পরিচালকের নাম্বার না এটা নিশ্চিত করা হয়। দুপুর ১ টা ৪৬ মিনিটে উক্ত আবুল বাশারের মোবাইল নাম্বারে ফোন আসার পরপর আবুল বাশার বিষয়টি দোতলায় কর্মরত উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদাকে বিষয়টি অবগত করেন। শেখ মোঃ নাজমুল হুদা জানান, তার নাম্বার ক্লোন করে কোন প্রতারক চক্র উপ-পরিচালকের নাম্বার নিশ্চিত হওয়ার জন্য অত্র অফিসের নমুনা সংগ্রহকারীর নাম্বারে ফোন দেয়। পরবর্তীতে উক্ত নাম্বার থেকে অত্র অফিসের অধীনে চার জেলার ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মালিকদের কাছে ঈদ উপলক্ষে অনৈতিক সুবিধা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। তিনি সকল ইটভাটা ও প্রতিষ্ঠানের মালিককে এহেন কর্মকান্ড থেকে সর্তক থাকার আহবান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here