পাইকগাছায় জোরপূর্বক লীজ ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত

0
322

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা মৎস্য লীজ ঘেরে মাছ ধরাকালে বাঁধা দিলে ৩ মহিলা সহ ৫জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার ধামরাইল গ্রামে। এ ব্যাপারে পাইকগাছা থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধামরাইল গ্রামের মীর ওবাইদুল্লাহ গংদের সাথে একই এলাকার মীর শরিফ গংদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে প্রতিপক্ষ শরীফ গংরা সকালে মীর ওবাইদুল গংদের মৎস্য ঘেরে জাল দিয়ে মাছ ধরাকালে তারা বাঁধা দিলে মীর শরিফ গংরা মীর শহিদুল্লাহ, সেলিম, শাহিদা, রুমাকে পিটিয়ে রক্তাক্ত জখম সহ মৎস্য ঘেরে লুটতরাজ করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মীর শহিদুল্লাহ’র অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে মীর ওবাইদুল্লাহ বাদী হয়ে মীর শরিফকে ১নং আসামী করে ৭জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here