পাইকগাছায় দূর্গামন্দিরের প্রতিমা ভাংচুর : থানায় মামলা

0
590

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা: পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার প্রতিমা ভাংচুর। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে মামলাটি করেছেন উপজেলার পশ্চিম বাইনবাড়িয়া সার্বজনীন দূর্গামন্দির কমিটির সভাপতি।
সরেজমিনে ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত গড়ইখালী ইউনিয়নের পশ্চিম বাইনবাড়িয়া সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সার্বজনীন দূর্গামন্দিরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে নির্মিতব্য দূর্গা প্রতিমার দুটি ও মহিষাশুরের দুটি হাত সহ গণেশের শুর ভেঙ্গে ফেলেছেন। মন্দির সংলগ্ন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ বাইন জানান, বুধবার সকালে ১১টার দিকে স্কুল ম্যানেজিং কমিটির সভা শুরুর পূর্বে মন্দিরে প্রণাম করতে গেলে প্রতিমা ভাংচুরের ঘটনা দেখে বিভিন্ন স্থানে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) জাবীদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানিয়েছেন, ঐদিন রাতে পার্শ্ববর্তী উপজেলা কয়রার ভাগবা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। ফেরার পথে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে তারা প্রাথমিক ভাবে সন্দেহ করছেন। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মন্দির কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ সরকার মামলা করেছেন, যার নং- ০৮। অধিকতর তদন্তের কথা জানিয়ে ওসি (তদন্ত) জাবীদ হাসান বলেন, স্থানীয় বিরোধ আছে কিনা বা রাতের কনসার্টসহ কয়েকটি সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here