মনিরামপুরে কাঁচাবাজারে সব ধরনের সবজি দাম এখনও চড়া

0
363

উত্তম চক্তবর্তী: যশোরের মনিরামপুর উপজেলার কাঁচাবাজারে সব ধরনের সবজি দাম এখনও চড়া। দেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে বাজারগুলোতে গত কয়েক ধরে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজিসহ প্রায় সব পণ্য। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার কারণ বন্যার কারণে দেশের অনেক এলাকা এখনো পানির নিচে এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সবজির সরবরাহ কমে যাওয়ার কারণেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজির দাম।মনিরামপুর উপজেলার বাজারসহ, কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভাল দেশি পেঁয়াজ ৫০ টাকা, বাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০/১২০ টাকা , এছাড়া কেজিপ্রতি দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা ভারতীয় রসুন ১০০ টাকা, আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০/২২ টাকা, কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ভাল বেগুন বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকা, শিম ১০০/১২০ টাকা, হাইব্রিড টমেটো ৫০/৬০ টাকা, দেশি টমেটো ৮০ টাকা, শসা ৩৫/ ৪০ টাকা, চাল কুমড়া ২০/২৫ টাকা, কচুরলতি ৪০/৫০ টাকা, পটোল ২০/২৫ টাকা, ঢেঁড়স ৩০/ ৩৫ টাকা, ঝিঙ্গা ২০/২৫ টাকা, চিচিঙ্গা ২০/২৫ টাকা, করলা ১৮/২০ টাকা, পেঁপে ২৫/৩০ টাকা, কচুরমুখী ২৫/৩০ টাকা, আমড়া ২০/২৫ টাকা, ত্তইল ৩০/৩৫ টাকা, বাঁধাকপি ৩৫/৪০ টাকা, লালশাক ১৫/২০ টাকা,ডাটাশাক ১৫/২০ টাকা, পুঁইশাক ১৫/২০ টাকা এবং লাউশাক ১০/১৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আগের দামেই স্থিতিশীল রয়েছে অধিকাংশ মুদি পণ্যের দাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here